
Nazmul Ahasan ( নাজমুল আহসান)
“তখন দীপ্ত টিভির রিপোর্টার মিজানুর রহমান উপদেষ্টা মি. ফারুকীর কাছে প্রশ্ন করেন, "জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা ১৪০০ আপনি কীভাবে বলেন? এটা তো যারা রাজনীতিবিদ তারা বলবে"।
জবাবে সংস্কৃতি উপদেষ্টা বলেন, "আমি জাতিসংঘের রিপোর্টের ভিত্তিতে বলেছি। আপনি রিসার্চ করুন। প্লিজ ডু ইওর ওউন রিসার্চ"।
পরে সাংবাদিক মিজান উপদেষ্টা মি. ফারুকীকে পাল্টা প্রশ্ন করেন, "উপদেষ্টা ফারুকী আপনি তো বললেন ১৪০০ মানুষ যিনি খুন করেছেন, আপনি কীভাবে বুঝলেন একজন মানুষ ১৪০০ মানুষকে খুন করেছে? এটা তো কোর্ট রায় দিবে। আপনি বায়াসড উত্তর দিলেন"।”
এখানে রিপোর্টার কি প্রশ্ন করেছে, নাকি মতামত দিয়েছে? সে যে বলেছে, “এটা তো যারা রাজনীতিবিদ তারা বলবে।” কিংবা “আপনি বায়াসড উত্তর দিলেন।” — এটা কি প্রশ্ন নাকি তার মতামত? একজন রিপোর্টার নিজের কাভার করা ইস্যুতে কি মতামত দিতে পারে? জাস্ট চিন্তা করেন যে আপনি হোয়াইট হাউজের প্রেস ব্রিফিং-এ এই কাজটা করে আসলেন। আপনার টিভি আপনাকে ফায়ার না করলেও ন্যূনতম রিপ্রাইম্যান্ড তো দিতই। আপনি অপিনিয়ন সাংবাদিক কিংবা কলামিস্ট হলে এগুলো টলারেট করা হয়। কিন্তু সংবাদ সম্মেলনে কলামিস্টরা যান না। কোনো সিরিয়াস পত্রিকা বা টিভি চ্যানেলের রিপোর্টার নিজের মতামত জানাতে পারে না। প্রশ্নোত্তরে তো নয়ই। আপনি বড়জোর অন্যকে উদ্ধৃতি দিয়ে প্রশ্ন করতে পারেন।
যেমন: “অমুক বিশেষজ্ঞ বা বুদ্ধিজীবী বা রাজনীতিক বা আইনজীবী বলেছেন: ‘জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা ১৪০০, এটা বলা আপনার ঠিক হয় নাই, এটা তো যারা রাজনীতিবিদ তারা বলবে।’ এখন আপনি উপদেষ্টা হিসেবে এটার প্রত্যুত্তরে কি বলবেন?”
এইটা হলো প্রশ্ন করা। নিজের মতামত জানাইতে আপনারে প্রেস ব্রিফিং-এ পাঠাইছে কে!
প্রশ্ন করার অধিকার ডিফেন্ড করেন, ঠিক আছে। প্রেস ব্রিফিং - এ মতামত অফার করার প্রিভিলেজ রিপোর্টারের নাই। ওইটা ডিফেন্ড করে লাভ নাই।