Image description

জম্মু-কাশ্মীরের পর্যটন এলাকা পহেলগামে হামলার পর থেকেই নরেন্দ্র মোদির সরকার বারবার দোষারোপ করে আসছে মুসলমানদের। সরাসরি পাকিস্তানের ওপর দায় চাপালেও নরেন্দ্র মোদির দল বিজেপির নেতারা বলছেন এই হামলা চালিয়েছে কাশ্মীরী স্থানীয় মুসলমানরাও। কিন্তু সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে কাশ্মীরী মুসলমানরা ধর্ম-বর্ণ নির্বিশেষে উল্টো ঝাঁপিয়ে পড়েছিলেন হামলার শিকার হওয়া পর্যটকদের বাঁচাতে। ভাইরাল হওয়া এসব ভিডিও আবার সামাজিক মাধ্যমে পোস্ট করছেন স্বয়ং ভারতীয় হিন্দুধর্মাবলম্বীরা। ভারতীয় মিডিয়ার শত চেষ্টার পরও মুসলমান সেই বীর যুবকের পরিচয় এবার সামনে এসেছে, যে একাই প্রাণপণে লড়ে উঁচু পাহাড় থেকে একের পর এক হামলার শিকার হওয়া হিন্দুধর্মাবলম্বীকে কাঁেধ করে নিচে নামিয়ে এনে প্রাণ বাঁচিয়েছেন।

জম্মু-কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পহেলগামের স্থানীয় বাসিন্দা সাজাদ আহমেদ। তিনি পেশায় একজন শাল বিক্রেতা। পর্যটকদের কাছে শাল বিক্রি করেই সংসার চলে মুসলমান এ যুবকের। হামলার দিন রীতিমতো তিনি বের হয়েছিলেন শাল বিক্রি করতে। কিন্তু চোখের সামনে এমন নির্মম হামলা দেখে তিনি একাই প্রাণ বাঁচিয়েছেন ৫০ জনের ওপর পর্যটকের। আজ মোদি সরকার যেখানে এই হামলার দায় বারবার কাশ্মীরের মুসলমানদের ওপর দিচ্ছেন ঠিক তখনি যেনো মুসলমান এই বীর যুবকের পরিচয় সামনে এলো।

কাঁধে করে উঁচু পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় একের পর একজনকে নামিয়ে এনে প্রাণ বাঁচিয়েছেন মুসলমান এই যুবক। সম্প্রতি ভারতীয় হিন্দুধর্মলম্বী প্রেমা যাদব নামের একজন সামাজিক মাধ্যম এক্সে এ যুবকের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে হিন্দিতে লিখেছেন, ‘এই সেই কাশ্মীরী যে কয়েক ডজন মানুষকে পিঠে বহন করে বাঁচিয়েছিলো।’ আর তার পোস্ট করা ভিডিওটিতেও দেখা যায় এ মুসলিম যুবক একজন পর্যটককে রক্তাক্ত অবস্থায় পিঠে করে নিয়ে যাচ্ছেন।

শুধু সাজাদ আহম্মেদই নন সামাজিক মাধ্যমে আরও বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। যার মধ্যে একটি শিভাঙ্গী চৌধুরী নামের আরেক ভারতীয় সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে মুসলমান এক যুবক একটি ছোট বাচ্চাকে নিয়ে উঁচু নিচু পাহাড় বেয়ে নিচে নামছেন। ভিডিওটির ক্যাপশনে এই ভারতীয় নারী লিখেছেন, ‘পাহেলগাঁওতে যেদিন জঙ্গি হামলা হয়, সেদিন কাশ্মীরিরা নিজের জীবনকে উপেক্ষা করে পর্যটক, তাদের সন্তানকে বাঁচিয়েছেন। পর্যটকদের বাঁচাতে দু’জন প্রাণ দিয়েছেন, এইসব খবর মিডিয়া চ্যানেলে দেখতে পাবেন না। কারণ, ভারতীয় মিডিয়া চ্যানেল জঙ্গিদের মতনই চায় ভারতবর্ষের লোকদের ধর্মের নামে বিভাজন করতে।’