Image description

ময়মনসিংহ–১১ আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে ৪ কোটি ৭ লাখ ৩১ হাজার ৩১৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, কাজিম উদ্দিন আহমেদ ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অবৈধভাবে এ সম্পদ অর্জন করেছেন। তাঁর নিজের নামে থাকা ১৫টি ব্যাংক অ্যাকাউন্টে ৪০ কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৫২৭ টাকার সন্দেহজনক লেনদেন হওয়ার তথ্য পেয়েছে দুদক।

দুদক জানিয়েছে, কাজিম উদ্দিনের স্ত্রী সালিহা সিদ্দিকার নামে ৯ লাখ ৩৪ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।