
জামালপুরে আওয়ামী লীগ নেতাকে সঙ্গে নিয়ে ও তার মিলের চাল নিয়ে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে সিংহজানী খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেখার ইউনুস ও সিংহজানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশরাত আহাম্মেদ পাপেল।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান খান ও সিংহজানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশরাত আহাম্মেদ পাপেল, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সুজায়েত আলী সুজা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের সময় কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সুজায়েত আলী সুজার মালিকানাধীন মেহেদী অ্যান্ড তাসলিমা অটো রাইচ মিলের চাল ক্রয় করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা সুজায়েত আলী সুজার মিলের চাল নেওয়া ও ওই নেতার সশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে শহরজুড়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া।
চলতি মৌসুমে জেলায় সরকারিভাবে ৮ হাজার ৯৩১ মেট্রিক টন ধান, ৪১ হাজার ৮৩৫ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চুক্তিবদ্ধ ২১৪ জন চালকল মালিক সরকার নির্ধারিত ৪৯ টাকা কেজি মূল্যে চাল এবং কৃষকরা ৩৬ টাকা কেজি মূল্যে ধান সরবরাহ করবেন। একজন কৃষক সর্বোচ্চ তিন টন ধান সরবরাহ করতে পারবেন।
আল বেরুনী অটো রাইস মিলের মালিক ও জামায়াত নেতা অধ্যাপক হারুন অর রশিদ যুগান্তরকে বলেন, তিনি নিজে মিলের মালিক হলেও তাকে উদ্বোধনের বিষয়ে কিছু জানানো হয়নি। ফ্যাসিস্ট সরকারের আমলে উদ্বোধনী অনুষ্ঠান আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া উদ্বোধন করতে পারেনি; কিন্তু বর্তমানে প্রশাসনের কর্মকর্তাদের ভিতরে ফ্যাসিবাদী আচরণ এখনো ভর করে আছে বিধায় আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি কিংবা জামায়াতের কোনো নেতাকেই দাওয়াত দেওয়া হয়নি।