
ছাত্র-জনতার চব্বিশের অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা এবং আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরে খুন ও গুমের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলার পাহাড় জমেছে। জুলাই-আগস্টের গণহত্যায় দায়ের হওয়া মামলার সংখ্যা প্রায় ১ হাজার ৩৪০টি। এছাড়া স্বৈরাচারের আমলে অসংখ্য খুন ও গুমের ঘটনায় যেসব পুলিশ সদস্য জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আরও প্রায় ১ হাজার ১১০টি। সব মিলিয়ে এসব অভিযোগে পুলিশের বিরুদ্ধে গতকাল পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ১ হাজার ১৬৮ জন পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ২ হাজার ৪৫০টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর একটি সূত্র জানিয়েছে, সিআর ও জিআর মামলায় সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যের আসামির সংখ্যা ১ হাজার ৩৩৮ জনে উন্নীত হতে পারে।
অধিকাংশ মামলা হয়েছে থানায় (জিআর)। বেশ কিছু মামলার আবেদন আদালতে (সিআর) করা হলেও তা থানায় পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া এর বাইরে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৩৩০টি অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্যে যাচাই-বাছাই করে ৩৯টির তদন্ত চলমান রয়েছে। মামলা হিসাবে (মিস কেস) অন্তর্ভুক্ত করা হয়েছে ২২টি অভিযোগ। যেখানে অভিযুক্ত আসামির সংখ্যা ১৪১ জন। গ্রেফতার হয়েছে ৫৪ জন। ওয়ারেন্টভুক্ত হয়ে পলাতক রয়েছে ৮৭ জন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে পুলিশ ৬২ জন। অভিযোগ রয়েছে, আগাম তথ্য ফাঁস হয়ে যাওয়ায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের অনেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। যে কারণে অনেককে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। এছাড়া আসামি তালিকায় প্রথম সারির উচ্চপদস্থ কর্মকর্তারা গণ-অভ্যুত্থানের পরপরই আত্মগোপনে চলে যেতে সক্ষম হন।
এদিকে পুলিশের বিরুদ্ধে দায়ের হওয়া প্রায় আড়াই হাজার মামলার (জিআর ও সিআর) মধ্যে সহকারী পুলিশ সুপার থেকে আইজিপি পদমর্যাদার কর্মকর্তার সংখ্যা ২৮৫ জন। মামলার সংখ্যা ১ হাজার ৩৯০টি। ইন্সপেক্টর ১৮৬ জন, মামলার সংখ্যা ২৭১টি। সাব-ইন্সপেক্টর ৩৪১ জন, মামলার সংখ্যা ৪২৭টি। অবশিষ্ট মামলা হয়েছে ১১৯ জন এএসআই, ৩ জন নায়েক ও ২২৫ জন কনস্টেবলের নামে। এছাড়া বাকি ৯ জন রয়েছে পুলিশের অন্যান্য পদে।
পুলিশের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে তদন্ত কাজ শেষ করে কতটি মামলার চার্জশিট দেওয়া হয়েছে-এমন তথ্য পুলিশের দায়িত্বশীল সূত্র জানাতে পারেনি। তবে বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে দাবি করা হয়। অপরদিকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখাঁরপুলে গুলি করে ছয়জনকে হত্যার মামলায় ২০ এপ্রিল প্রথম তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনকে আসামি করা হয়।
জুলাই হত্যাকাণ্ডসহ খুন ও গুমে অভিযুক্ত পুলিশ সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি মামলার খক্ষ ঝুলছে ‘ভাতের হোটেল’খ্যাত সাবেক ডিবি প্রধান (ডিআইজি) হারুন অর রশীদের বিরুদ্ধে। মামলা সংখ্যা-১৭৫টি। যিনি আত্মগোপনে আছেন। এরপর রয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মামলার সংখ্যা-১৫৯টি। এছাড়া সাবেক অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ১২৯টি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে ১১৮টি, সাবেক এসবি প্রধান (অতিরিক্ত আইজিপি) পলাতক মনিরুল ইসলামের বিরুদ্ধে ৪৮টি, অতিরিক্ত ডিআইজি এসএম মেহেদী হাসানের বিরুদ্ধে ৩৩টি, পুলিশ সুপার ইকবাল হোসাইনের নামে ২৭টি, সাবেক আইজিপি কারাবন্দি একেএম শহিদুল হকের বিরুদ্ধে ২৪টি, সাবেক অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল করিমের বিরুদ্ধে ২০টি, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে ১৯টি এবং সাবেক ডিআইজি মো. আসাদুজ্জামানের বিরুদ্ধে ১৮টি। মামলা সংখ্যার এ শীর্ষ তালিকায় সাবেক দুজন আইজিপি কারাগারে থাকলেও বাকিরা পলাতক রয়েছেন।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম যুগান্তরকে বলেন, জুলাই গণহত্যার প্রতিটি মামলার তদন্ত বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শুধু মনিটরিং নয়, মেন্টরিং করা হচ্ছে। আট বিভাগের অতিরিক্ত ডিআইজিরা এসব মামলা প্রতিদিন যথাযথ প্রক্রিয়ায় মনিটরিং করে থাকেন। বিশেষ ভূমিকা পালন করছেন পুলিশ সুপাররা। এছাড়া এর সঙ্গে বেশ কয়েকজন সাবেক চৌকশ পুলিশ অফিসারকে যুক্ত করা হয়েছে। তারা সম্মিলিতভাবে কাজ করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু চার্জশিট দেওয়াই আমাদের লক্ষ্য নয়, লক্ষ্য হলো কনভিকশন। চার্জশিট দিলাম, কিন্তু শাস্তি হলো না। তাহলে সে রকম চার্জশিট ভবিষ্যতে নানান প্রশ্নের জন্ম দেবে। তবে তদন্তের ক্ষেত্রে অহেতুক সময়ক্ষেপণও করা হবে না। মূলত বিচারে যাতে সন্দেহাতীতভাবে সম্পৃক্ততা প্রমাণ করা যায়, সেভাবে পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত করায় আমাদের উদ্দেশ্য।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে। ফলে এটা স্বাভাবিক-মনস্তাত্ত্বিক একটা প্রভাব তো পড়বেই। তবে সেটি মাথায় রেখেই মনিটরিং ও মেন্টরিংয়ের কাজ চলছে। অপর এক প্রশ্নের জবাবে বাহারুল আলম বলেন, পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে ইতোমধ্যে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া তাদের গ্রেফতার করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ অব্যাহত আছে।
এদিকে পুলিশসহ পলাতক আসামিদের গ্রেফতারে কার্যকর উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘এখানে কার্যকর উদ্যোগ বলতে ভিন্ন কিছু নেই। আমরা আইন অনুযায়ী অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সব চেষ্টা করে যাচ্ছি। গ্রেফতার তো প্রসিকিউশন করে না। গ্রেফতার করবে পুলিশ। তাই তদন্তের মাধ্যমে যাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যাচ্ছে তাদের গ্রেফতারের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পুলিশকে জানানো হচ্ছে। যারা দেশের বাইরে পালিয়ে গেছে বলে শোনা যাচ্ছে তাদের ফেরাতে ইন্টারপোলকে চিঠি দিতে বলা হয়েছে।’
গ্রেফতার ৫৪ জন : মামলায় অভিযুক্তদের মধ্যে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ৫৪ জন। তারা হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, একেএম শহিদুল হক, গাজীপুরের সাবেক পুলিশ কমিশনার ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, ডিএমপির সাবেক পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার ডিআইজি মো. সাইফুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত যুগ্ম-কমিশনার অতিরিক্ত ডিআইজি মো. শহিদুল্লাহ, ডিবির সাবেক যুগ্ম-কমিশনার অতিরিক্ত ডিআইজি মশিয়ুর রহমান, পুলিশ সুপার ও র্যাব-২ এর সাবেক কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী, কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, পুলিশ সুপার জসিম উদ্দিন মোল্লা, বারেহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান, কুমিল্লার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নান, নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, রাজশাহীর সাবেক পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, ডিবির এডিসি শাহেন শাহ মাহফুজ, এডিসি জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আলেফ উদ্দিন, সাবেক এডিসি সাদেক কাওছার দস্তগীর, এডিসি এমএম মইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, এসি তানজিল আহমেদ, ইফতেখার মাহমুদ, জাবেদ ইকবাল, রাজন কুমার সাহা, পুলিশ পরিদর্শক আরাফাত হোসেন, আবুল হাসান, মাজাহারুল ইসলাম, রফিকুল ইসলাম, আরশাদ হোসেন, মুজিবুর রহমান, মোহাম্মদ শফিকুল ইসলাম, কেএম আশরাফ উদ্দিন, মশিয়ুর রহমান, এসআই আমীর হোসেন, শাহাদাত আলী, আব্দুল মালেক, মাহফুজুর রহমান কনক, তরিকুল ইসলাম ভূঁইয়া, এএসআই চঞ্চল চন্দ্র সরকার, নায়েক সজীব সরকার, কনস্টেবল মো. সুজুন, মুকুল চোকদার, আকরাম হোসেন, সুজন চন্দ্র রায়, শোয়াইবুর রহমান, উজ্জল সিংহ, ইমাজ হোসেন ইমন, হোসাইন আলী, ফাহিম হাসান, মাহমুদুল হাসান সজীব ও নাসিরুল ইসলাম।
চাকরি থেকে সাময়িক বরখাস্ত ২১ জন : গ্রেফতারের পর চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন এএসপি থেকে তদূর্ধ্ব পর্যায়ে ২১ জন। এরা হলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ তানজিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, ডিএমপির সাবেক উপপুলিশ কমিশনার মো. জসীম উদ্দিন মোল্লা, ডিবির অতিরিক্ত ডিআইজি মশিয়ুর রহমান, ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ, জুয়েল রানা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ, ডিএমপির সাবেক উপপুলিশ কমিশনার জসিম উদ্দিন মোল্লা, সাবেক সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদ, সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, যুগ্ম-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, এসএম মেহেদী হাসান প্রমুখ।
পলাতক ৩৩ ক্যাডার কর্মকর্তা : মোহাম্মদ হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার, এসএম মেহেদী হাসান, সঞ্জিত কুমার রায়, মো. রওশনুল হক সৈকত, মফিজুর রহমান পলাশ, মো. গোলাম রুহানী, রিফাত রহমান শামীম, কাজী আশরাফুল আজীম, প্রলয় কুমার জোয়ারদার, মো. আল ইমরান হোসেন, হাসান আরাফাত, সৈয়দ নূরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, তৌহিদুল ইসলাম, এসএম শামীম, সুদীপ কুমার চক্রবর্তী, মোহাম্মদ ইকবাল হোসাইন, মো. মাহমুদুল হাসান, এসএম জাহাঙ্গীর হাছান, মো. মাসুদুর রহমান মনির, মোহাম্মদ জায়েদুল আলম, কাজী মনিরুজ্জামান, মো. মনিরুজ্জামান, মো. আবু মারুফ হোসেন, মো. আরিফুজ্জামান, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মিশু বিশ্বাস, মো. তারেক বিন রশিদ, রাজীব দাস, মির্জা সালাউদ্দিন ও মোহাম্মদ ছানোয়ার হোসেন। এর বাইরেও অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যরা পলাতক রয়েছে। যাদের নাম ও পরিসংখ্যান জানা সম্ভব হয়নি।
পুলিশ কর্মকর্তা-সদস্যদের বিরুদ্ধে রুজুকৃত মামলার তথ্যাদি : পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ ১টি, হাসান মাহমুদ খন্দকার ৭টি, সাবেক ভূতাপেক্ষা আইজিপি (সমন্বয়ক, তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) এম সানাউল হক ১টি, সাবেক আইজিপি একেএম শহিদুল হক ২৪টি, জাবেদ পাটোয়ারি ২টি, সাবেক অতিরিক্ত আইজিপি নব বিক্রম কিশোর ত্রিপুরা ১টি, শেখ হেমায়েত উদ্দিন ১টি, মোখলেসুর রহমান ২টি, সাবেক আইজিপি বেনজির আহমেদ ১৩টি, সাবেক অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান ৪টি, আবদুস সালাম ১টি, বিনয় কৃষ্ণ বালা ১টি, আছাদুজ্জামান ৬টি, নওশের আলী ১টি, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ১৫৯টি, সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম ৩টি, শহিদুল ইসলাম ১টি, মো. ইকবাল বাহার ৩টি, ব্যারিস্টার মাহবুবুর রহমান ১টি, ইব্রাহিম ফাতেমী ১টি, মাহবুব হোসেন ১টি, রুহুল আমিন ১টি, অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম ১টি, কামরুল আহসান ২টি, সাবেক অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক ২টি, শেখ মোহাম্মদ মারুফ হাসান ১টি, হুমায়ুন কবির ১টি, জামিল আহম্মেদ ২টি, আতিকুল ইসলাম ৫টি, এম খুরশিদ হোসেন ৬টি, অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিক ১টি, সাবেক অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার ৮টি, মনিরুল ইসলাম ৪৮টি, ব্যারিস্টার হারুন অর রশীদ ২০টি, মীর রেজাউল আলম ৪টি, মোহাম্মদ আলী মিয়া ৯টি, মোহাম্মদ মাহবুবুর রহমান ১টি, দিদার আহমেদ ১টি, অতিরিক্ত আইজিপি ওয়াই এম বেলালুর রহমান ১টি, সাবেক অতিরিক্ত আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ১টি, খন্দকার লুৎফুল কবির ৩টি, কৃষ্ণপদ রায় ৯টি, বশির আহমেদ ১টি, হাবিবুর রহমান ১১৮টি, আনোয়ার হোসেন ৬টি, একেএম হাফিজ আক্তার ১৫টি, ড. খ. মহিদ উদ্দিন ৫টি এবং মো. আব্দুল বাতেনের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। সাবেক ডিআইজি মো. এস এম মাহফুজুল হক নুরুজ্জামান ২টি, আব্দুল জলিল মন্ডল ১টি, মোঃ হুমাইউন কবির ১টি, এসএম মনিরুজ্জামান ১টি, নিবাস চন্দ্র মাঝি ১টি, শৈবাল কান্তি চৌধুরী ১টি, ডিআইজি ইমতিয়াজ আহমেদ ১টি, আমিনুল ইসলাম ২টি, সাবেক ডিআইজি শেখ নাজমুল আলম ১টি, ইমাম হোসেন ২টি, ডিআইজি মাহফুজুর রহমান ১টি, একেএম নাহিদুল ইসলাম ২টি, সাবেক ডিআইজি মো. মনিরুজ্জামান ৭টি, মো. আসাদুজামান ১৮টি, ডিআইজি মোল্লা নজরুল ইসলাম ৩টি, নূরে আলম মিনা ১টি, মো. জাকির হোসেন খান ১টি, মো. সাইফুল ইসলাম ৩টি, সৈয়দ নুরুল ইসলাম ১৬টি, আনিছুর রহমান ৬টি, হারুন অর রশিদ ১৭৫টি, সাবেক ডিআইজি রিপন সরদার ১টি, খালিদ হাওলাদার ১টি এবং সাবেক অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির ২০টি।
অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী ১টি, শামসুন্নাহার ১টি, মারুফ হোসেন সরকার ৩টি, বিপ্লব কুমার সরকার ১২৯টি, রিয়াজুল হক ১টি, সাজ্জাদুর রহমান ১টি, মো. মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া ১টি, কামরুজ্জামান ৪টি, শ্রী জয়দেব কুমার ২টি, রশিদুল হক ৫টি, মো. আনোয়ার হোসেন ১টি, খন্দকার নুরুন্নবী ৪টি, মুঃ মাসুদ রানা ১টি, জাবেদুল আলম ৩টি, এসএম মেহেদী হাসান ৩৩টি, এহসান উল্লাহ ১টি, ফারুক আহমেদ ১টি, উত্তম কুমার পাল ৫টি, লিটন কুমার সাহা ১টি, সঞ্জিত কুমার রায় ৯টি, নাসিয়ান ওয়াজেদ ১টি, মো. ফরিদ উদ্দিন ৩টি, মোঃ মোখলেছুর রহমান ১টি, মোহাম্মদ জহিরুল ইসলাম ১টি, মোহাম্মদ সিরাজ আমীন ১টি, মুহাম্মদ আশরাফ হোসেন ১টি, মোহাম্মদ আনিসুর রহমান ২টি, মোঃ আলমগীর হোসেন ১টি, মোঃ জাফর হোসেন ২টি, আজবাহার আলী শেখ ১৪টি, রিফাত রহমান শামীম ৩টি, মশিউর রহমান ১৪টি, নাবিদ কামাল শৈবাল ১টি, মোহাম্মদ নজরুল ইসলাম ১টি, মোঃ শহীদুল্লাহ ২টি, মোস্তাফিজুর রহমান ৫টি, মোঃ আশরাফ আলী ভূঁইয়া ১টি, সুদ্বীপ কুমার চক্রবর্তী ৫টি, প্রলয় কুমার জোয়াদ্দার ৯টি, আয়েশা সিদ্দিকা ২টি, মোক্তার হোসেন ১টি, সুনন্দা রায় ১টি, ইলতুতমিশ ১টি, হায়াতুল ইসলাম ৩টি, কাজী আশরাফুল আজিম ৫টি, জসিম উদ্দিন মোল্লা ২টি, সামসুল ইসলাম আকন্দ ১টি, এবং সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দ ৭টি।
পুলিশ সুপার সৈয়দ বজলুর করিম ১টি, সাবেক পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন ৮টি, পুলিশ সুপার মোঃ মহিউদ্দিন ফারুকী ১টি, সাবেক পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ১টি, এইচএম আজিজুল হক ৪টি, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত ৪টি, মোঃ মুরাদ আলী ১টি, এসএম শফিউল্লাহ ১টি, কাজী মনিরুজ্জামান ১৯টি, মোঃ আবু মারুফ হোসেন ২টি, গোলাম মোস্তফা রাসেল ৩টি, তারিক বিন রশিদ ২টি, মানষ কুমার পোদ্দার ১টি, আব্দুল আহাদ ৩টি, মোহাম্মদ ছানোয়ার হোসেন ১টি, রাজিব আল মাসুদ ৪টি, মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া ১টি, মোহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদ ১টি, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ১টি, মোনালিসা বেগম ১টি, মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন ১টি, আ ফ ম আল কিবরিয়া ১টি, মোহাম্মদ আশরাফ ইমাম ২টি, মোঃ শহীদুল ইসলাম ৩টি, মিশুক চাকমা ১টি, মোঃ কামাল হোসেন ১টি, ইমাম মোহাম্মদ শাদিদ ১টি, মোঃ আসাদুজ্জামান ২টি, রহমত উল্লাহ ১টি, আহমেদুল ইসলাম ১টি, ইয়াসিন আরাফাত ১টি, মোঃ শাহজাহান ২টি, আব্দুল জলিল ১টি, মোঃ জসিম উদ্দিন ২টি, শাহরিয়ার আল মামুন ২টি, মাহবুব উজ জামান ২টি, তাহিয়াত আহমেদ চৌধুরী ২টি, মোঃ হুমায়ুন কবির ৩টি, মোহাম্মদ আশরাফুল ইসলাম, পিপিএম ৩টি, ইকবাল হোসাইন ২৭টি, মোছাঃ লাকি ১টি, আনসার উদ্দিন ১টি, মাহবুব আলম খান ২টি, মোঃ মামুন ১টি, মাহফুজুল হক আল রাসেল ৩টি, তানভীর সালেহীন ইমন ১টি, জাহিদ তালুকদার ৪টি, আরিফুল ইসলাম-পিপিএম ১টি, নাজমুল ইসলাম ২টি, সুমন দেব ১টি, মীর্জা সালাউদ্দিন ২টি, মোহাম্মদ মাইনুল ইসলাম ২টি, শাহেন শাহ মাহফুজ ৫টি, গোবিন্দ চন্দ্র ৩টি, সনাতন চক্রবর্তী ১টি, আজাদ রহমান ১টি, রাজিব ফারহান ১টি, হাসান আরাফাত ৪টি, জুয়েল রানা ৩টি, মোঃ আরিফুজ্জামান ৫টি, নুরুল আমিন ৬টি, আব্দুল্লাহহিল কাফী ১২টি, হাফিজ আল ফারুক ২টি, মোঃ শাহ নূর আলম পাটোয়ারী ১টি, সাবেক উপ-পুলিশ কমিশনার, শাহবাগ বিভাগ ১টি, সাবেক উপ-পুলিশ কমিশনার এবং বাড্ডা বিভাগ ১টি।
অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা ১টি, মোঃ গোলাম সাকলাইন শিতিল ১টি, মাহমুদ নাসের জনি ১টি, জুনায়েদ আলম সিদ্দিক ২টি, জাহাঙ্গীর হোসেন ১টি, শাহাদাত হোসেন ২টি, শহিদুল ইসলাম ১টি, রাজন কুমার দাস ১টি, হাফিজ আল আসাদ ১টি, সাইফুল ইসলাম আজাদ সাইফ ৩টি, মোঃ আজহারুল ইসলাম মুকুল ১টি, সাহিদুর রহমান ১টি, বদরুজ্জামান জিল্লু ১টি, মুহিত কবির সেরনিয়াবাত ১টি, শাহ আলম মোঃ আক্তারুল ইসলাম ২টি, রুহুল আমিন ১টি, ফজলে এলাহী ২টি, উৎপল কুমার রায় ৩টি, শহিদুর রহমান রিপন ১টি, সাজ্জাদ হোসেন রায়হান ১টি, মোঃ শহিদুল ইসলাম ২টি, মোঃ তৌহিদুল ইসলাম ১টি, হুসাইন মোঃ রায়হান ১টি, মোঃ সাদেক কাওছার দস্তগীর ১০টি, মোঃ আফসার উদ্দিন খান ১টি, আবু আশরাফ সিদ্দিকী ১টি, মিশু বিশ্বাস ২টি, জাহিদুল ইসলাম খান ১টি, সাঈদ নাসিরুল্লাহ ১টি, আতিকুর রহমান ১টি, রাশেদ ১টি, শাকিল মোহাম্মদ শামীম ৫টি, মোঃ রওশানুল হক সৈকত ১টি, সন্ধিপ সরকার ১টি, মোঃ ইলিয়াস হোসেন ১টি, মাইনুল হোসেন ১টি, আবুল হাসান ৩টি, শাহীনুর রহমান ১টি, শাহ আলম ১টি, রফিক ১টি, উত্তম কুমার বিশ্বাস ১টি, আসাদুজ্জামান ১টি, সাব্বির রহমান ১টি, আফজাল হোসেন টুটুল ২টি, মেহেদী হাসান ২টি, আলেপ উদ্দিন ১টি, আতিকুল ইসলাম মুরাদ ১টি, মোঃ ইব্রাহিম হোসেন ১টি, মোঃ আব্দুস সালাম ০১টি, রফিকুল ইসলাম (তৎকালীন ওসি গুলশান) ১টি, রফিকুল ইসলাম ১টি, রাকিবুল ইসলাম ১টি, রবিউল আরাফাত লেলিন ১টি, এনামুল হক মিঠু ১টি, হারুন ১টি, সুজন সরকার ১টি, মোঃ তৌহিদুল ইসলাম ১টি, মোঃ মাহমুদুল হাসান ১টি, মোঃ নুরে আল ১টি, মোঃ আনোয়ার হোসেন ১টি, শিবলী নোমান ১টি, সাবেক এডিসি শাহবাগ জোন (নাম নেই) ১টি, এডিসি উত্তরা বিভাগ (নাম নেই) ১টি, মেরিনা আক্তার ১টি, মধুসূদন দাস ১টি, মোঃ রেফাতুল ইসলাম রিফাত ১টি, মোঃ নাজমুল ১টি, মোঃ সালমান ফার্সি ১টি, মোঃ আল ইমরান হোসেন ৫টি, রাজন কুমার সাহা ৩টি, মাহফুজুর রহমান মাহফুজ ১টি, গোলাম রুহানী ১০টি, শফিকুল ইসলাম ১টি, তানজিল আহমেদ ১টি, মিজানুর রহমান ১টি, মোঃ শহীদুল হক ১টি, মেহেদী হাসান ১টি, গোপীনাথ কানজিলাল ১টি, মিজানুর রহমান ৩টি, সাইফুল ইসলাম ১টি, আব্দুল্লাহ আল মাসুম ২টি, খন্দকার রেজাউল হাসান ১টি, মোঃ ইফতেখার মাহমুদ ১টি, মোঃ নুরুল আলম ১টি, দাদন ফকির ১টি, ফজলুল হক ২টি, জাবেদ আহমেদ প্রিতম ১টি, জাহিদুর ইসলাম খান ২টি, মনতোষ বিশ্বাস ১টি, রাকিবুল হাসান ১টি, নূর আলম ১টি, সুব্রত ব্যানার্জী ১টি, নজরুল ১টি, অতনু চক্রবর্তী ১টি, জাহিদুল ইসলাম ১টি, মোঃ লুৎফর রহমান ১টি, জাহাঙ্গীর মল্লিক ১টি, ফজলুর রহমান ১টি, নিলু বিশ্বাস ১টি। ইন্সপেক্টর মোঃ আমিনুল ইসলাম ২টি, শাহীনুর রহমান শাহীন ১টি, খন্দকার মোঃ হেলাল উদ্দিন ৪টি, মাহবুবুর রহমান ১টি, সাব্বির হোসেন মুন্সি ৩টি, ফরমান আলী ২টি, মাহফুজুল হক ভূঁইয়া ১টি, শিকদার মোঃ শামীম হোসেন ১টি, মোঃ সেলিমুজ্জামান ১টি। মাজহার ৩টি, প্রলয় কুমার সাহা ১টি, মোঃ আতিকুর রহমান ১টি, মোঃ জহিরুল ইসলাম ১টি, মনির মোল্লা ২টি, মোঃ মহসিন ৪টি, মোঃ আবুল কাশেম ভূঁইয়া ১টি, মোঃ শফিকুর রহমান পিপিএম ১টি, মোঃ আবুল হাসান ৪টি, মসিউর রহমান ৫টি, ফারুকুল আলম ১টি, গোলাম মাওলা ১টি, নূর মোহাম্মদ ২টি, কাজী মইনুল ১টি, শাহ আলম ২টি, মোস্তাবিজুর রহমান ১টি, মোঃ আবুল হাসান ৪টি, মোঃ সালা উদ্দিন মিয়া ৪টি, মোস্তাফিজুর রহমান ১টি, নাসির ১টি, ফারুক আহমেদ বিপিএম ১টি, মোঃ আবু আজিফ ১টি, সিরাজুল ইসলাম খান ১টি, নাজমুল হাসান ১টি, রনজিত রায় ১টি, মেহেদী হাসান ১টি, ফাহেয়াত উদ্দিন রক্তিম ১টি, মোঃ জাকির হোসেন ৬টি, মোঃ আতিকুল হক ২টি, মোঃ রবিউল ইসলাম ১টি, মোহাম্মদ তোফাজ্জল হোসেন ১টি, ইকরাম আলী মিয়া ২টি, সুব্রত কুমার পোদ্দার ২টি, ওহিদুজ্জামান ১টি, এস এম শাহরিয়ার হাসান ৩টি, মাহমুদুল হাসান ১টি, ফারুক হোসেন ১টি, আশীষ কুমার দেব ১টি, আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া ১টি, মেজবাহ ১টি, আবুল বাশার ২টি, অপূর্ব হাসান ৪টি, মোঃ রুকনুজ্জামান ১টি, আবু খালেদ মোঃ মামুন ১টি, রবিউল ইসলাম ১টি, মুন্তাসির বিল্লাহ ২টি, মঈন উদ্দিন ৪টি, ফজলুর রহমান ২টি, হারুনুর রশিদ চৌধুরী ১টি, মোঃ ইয়ার দৌস হাসান ১টি, খালেদ চৌধুরী ১টি, মোঃ ইনামুল হক ৮টি, মোঃ মহিদুল ইসলাম ৩টি, মোঃ আসাদুজ্জামান ১টি, এমদাদ হোসেন ২টি, শেখ সেকান্দার আলী ১টি, মোঃ এনামুল হক পিপিএম ৭টি, হাসান হাফিজুর রহমান ২টি, হরেন্দ্র নাথ সরকার ২টি, কামরুল ইসলাম ১টি, জিয়াউর রহমান জিয়া ১টি, আঃ রাজ্জাক ১টি, আবু শ্যামা মোঃ ইকবাল হায়াত ১টি, মোঃ রফিকুল ইসলাম ২টি, কেশব চক্রবর্তী ৩টি, আমির হোসাইন ৩টি, রাজিব শর্মা ৩টি, শফিকুল ইসলাম ১টি, তৌহিদুল করিম ১টি, তারক বিশ্বাস ৩টি, প্রদীপ কুমার দাস ২টি, শিকদার আক্কাস আলী ১টি, মাহতাব উদ্দিন ১টি, মোঃ ইলিয়াস ১টি, এএফএম সায়েদ ৪টি, আরাফাত হোসেন ৪টি, মাসুদুল আমিন ১টি, সুমন চন্দ্র সরকার ১টি, শংকর নন্দী মজুমদার ১টি, রমজান আলী ১টি, বাবুল আক্তার ১টি, মোঃ রিয়াজুল ইসলাম ১টি, মোঃ তরিকুল ইসলাম ১টি, বাবুল আক্তার ১টি, উত্তম কুমার চক্রবর্তী ১টি, মোঃ ফিরোজ কবির ১টি, ইয়াসিন গাজী ১টি, মোঃ নাসির উদ্দিন ২টি, একেএম মিজানুর রহমান ১টি, তানভীর - তানভীরুল ইসলাম ২টি, মোঃ শাহজাহান ১টি, মোঃ শফিকুল ইসলাম ১টি, বিপ্লব কুমার সাহা ৩টি, শাহা দারা খান ২টি, গৌতম কুমার মন্ডল ১টি, নিশিকান্ত সরকার ১টি, মাহমুদুল হাসান ১টি, হিরন্ময় বারুরী ১টি, ইউসুফ আলী পিপিএম ১টি, ইয়াসির আরাফাত খান ১টি, মনিরুজ্জামান ১টি, মিজানুর রহমান ১টি, খন্দকার শামিম আহম্মদ ২টি, মোয়াজ্জেম হোসেন ১টি, রাসেল হোসেন ১টি, পার্থ প্রতিম ব্রহ্মচারী ১টি, আব্দুল বারী ২টি, রিয়াজ উদ্দিন বিপ্লব ১টি, মোঃ মিজানুর রহমান ১টি, এসএম ওবায়দুল হক ২টি, আফতাব উদ্দিন ২টি, তৎকালীন ওসি, ভাটারা থানা ১টি, মোঃ মহিউদ্দিন ১টি, সাব্বির আলম চৌধুরী ১টি, মোঃ মাহতাব আলী ১টি, সাইদুর রহমান সৈকত ১টি, শ্যামল বণিক ১টি, মোঃ বোরহান আলী ১টি, আমিনুল ইসলাম বিপ্লব ১টি, আনোয়ার হোসেন ২টি, নজরুল ইসলাম ১টি, মুস্তাফিজুর রহমান ১টি, আশিকুর রহমান ১টি, মোঃ মোখলেসুর রহমান ১টি, শ্রী শিশির কুমার কর্মকার ১টি, সাজ্জাদ হোসেন ১টি, সাবের রেজা আহম্মেদ ১টি, জসিম উদ্দিন ১টি, মোঃ হুমায়ুন কবির ১টি, মোঃ ইসমাইল হোসেন ১টি, মোঃ বুলবুল ইসলাম ১টি, মোঃ মোস্তফা কামাল হায়দার ১টি, শাহ মোঃ ফয়সাল আহমেদ ১টি, মোঃ আব্দুল মালেক ১টি, মোঃ মিজানুর রহমান ১টি, একেএম আজিজুল ইসলাম ১টি, নেজাম উদ্দীন ১টি, সাজেদ কামাল ১টি, সন্তোষ কুমার চাকমা ১টি, নেয়ামত উল্লাহ ১টি, জাহিদুল কবীর ১টি, প্রণব চৌধুরী ১টি, মোঃ মিজানুর রহমান ১টি, মোঃ মনিরুল ইসলাম ১টি, মোঃ মাসুদ রানা ১টি, মোঃ আশরাফুল ইসলাম ১টি, বখতিয়ার উদ্দিন ১টি, মোঃ ফারুক আহমেদ ১টি, মোঃ মজিদ ১টি, মীর জায়েদুল হক রনি ১টি, মিজানুর রহমান পাঠান ২টি, মোঃ সাবেজল হোসেন ১টি, মোঃ জামাল হোসেন ১টি, মোঃ গিয়াস উদ্দিন ১টি, আনিছুর রহমান ১টি, শেখ সেকান্দার আলী ১টি, শেখ মোঃ নাসির উদ্দীন ১টি, এস এম শফিকুল ইসলাম ১টি, মোঃ এনামুল কবির ১টি, হাফিজুর রহমান ১টি, এমদাদ হোমেন তৈয়ব ১টি, আক্কাজ ২টি, কেফায়ত উল্লাহ ১টি, রেজাউল করিম ১টি, রেজাউল করিম ১টি, মুঃ আব্দুল মমীন ১টি, মোঃ হারুন অর রশিধ ১টি, মোঃ আব্দুল মতিন ১টি, মোহাম্মদ রাশেদুজ্জামান ১টি, মোঃ বোরহান আলী ১টি, বিপ্লব কুমার বিশ্বাস ১টি, মোঃ মতিউর রহমান ১টি, মোঃ শহিদুল ইসলাম ১টি, মোঃ রফিকুল ইসলাম ১টি, মনিরুজ্জামান ২টি, খবির মোল্যা ১টি, টিআই বিএম বদরুল আলম ১টি, সাব-ইন্সপেক্টর আব্দুল করিম ১টি, রামকৃষ্ণ ১টি, মোঃ জসিম উদ্দিন ১টি, মোস্তাক আহম্মদ ১টি, অপু বড়ুয়া ১টি, মোঃ কামাল হোসেন ১টি, মোঃ সাত্তার ১টি, আতিকুল ইসলাম ১টি, খাজা এনাম এলাহী ১টি, মোঃ নুর উদ্দিন ১টি, সজিব ১টি, বোরহান উদ্দিন ১টি, মিজানুর রহমান চৌধুরী ২টি, মুহাম্মদ মোশারফ হোসেন ২টি, মনিরুল আলম খোরশেদ ২টি, এসএম জামাল উদ্দীন চৌধুরী ২টি, মৃণাল কান্তি মজুমদার ১টি, মমিনুল হক ১টি, আসাদুল রহমান ১টি, সাইফুল ১টি, আনোয়ার হোসেন ২টি, মোঃ আনোয়ার হোসেন - আক্তার ১টি, আনন্দ চন্দ্র ১টি, শাহাবুদ্দিন হাওলাদার ১টি, অমিতাভ দর্জি ৪টি, মোঃ শাহাদাত আলী ১টি, কাওসার আহম্মদ খান ১টি, মোঃ মামুন মাতব্বর ৪টি, নূরে আলম মিয়া ১টি, মাসুম বিল্লাহ ১টি, সঞ্জিব কুমার সরকার ১টি, মোঃ আসাদুজ্জামান ১টি, মোঃ জহিরুল ইসলাম ১টি, মোঃ মাজহারুল ইসলাম ১টি, মোঃ রশিদ ১টি, মোঃ আমিনুল হক ১টি, রফিক ১টি, হোসেন ১টি, আশরাফ ১টি, সায়েম ১টি, কামরুল ১টি, তামিম ১টি, মানিক ১টি, নাজমুল ১টি, সাইদুল ইসলাম ১টি, রাজিব চন্দ্র সরকার ২টি, আশ্রাফুল শিকদার ২টি, দীপক কুমার দাস ১টি, শেহাব উদ্দিন ১টি, বাহাউদ্দিন ফারুকী ১টি, মোঃ জাহাঙ্গীর হোসেন ১টি, মোঃ বিল্লাল হোসাইন ১টি, নজরুল প্রামাণিক ৩টি, সাকলাইন হোসেন ১টি, মতিউর রহমান ১টি, মোঃ জহিরুল আলম ১টি, বদরুল আলামিন ১টি, বাবুল ১টি, আবু জাহিদ তুহিন ১টি, আশরাফুল ইসলাম ১টি, মোঃ জামাল হোসেন ১টি, মেনিষ ঘোষ ১টি, ওবায়দুর রহমান ১টি, আব্দুর রহমান ১টি, আরসেল তালুকদার ১টি, সেহান রহমান শোভন ১টি, শামীম হোসেন ১টি, শিহাব হোসেন ১টি, মোঃ তারেক নাজির ১টি, মোঃ মোজাম্মেল হোসেন ১টি, সোহেল রানা ১টি, সুদীপ কুমার বিশ্বাস ১টি, শিমুল কুমার মহন্ত ১টি, আলা উদ্দিন ১টি, প্রাণতোষ ১টি, মফিজুর রহমান ১টি, শফিকুল ইসলাম ১টি, আরিফুর রহমান ১টি, মিজানুর রহমান ১টি, আমজাদ হোসেন ১টি, আশিকুর রহমান ১টি, মুকিব হাসান ৩টি, মোঃ কবির হোসেন ২টি, জসিম উদ্দিন দেওয়ান ২টি, মামুন ১টি, গণেশ ১টি, মজনু বিভূতি ভূষণ রায় ১টি, আকামল হোসেন ২টি, নিতাই রায় ২টি, কাজী রিপন সরকার ২টি, পলাশ চন্দ্র দাস ৩টি, সাইদুর রহমান ১টি, কল্লোল গোস্বামী ৮টি, আসাদুজ্জামান ৩টি, রিয়াজ আহম্মদ ১টি, মাহবুবুর আলম মন্ডল ১টি, মোঃ বাহার উদ্দিন ৩টি, রেজওয়ান আহম্মদ ১টি, নিহারেন্দু তালুকদার ১টি, শামীম উদ্দিন ১টি, নজরুল ইসলাম ১টি, মাহবুব হাসান ১টি, আব্দুল হান্নান ৩টি, হান্নান শরীফ ১টি, আবুজর গিফারী ১টি, আবুল কাশেম ৭টি, হুমায়ুন কবীর ১টি, বিধান কুমার বিশ্বাস ৪টি, ইয়াসিন আলী ১টি, লিটন বিশ্বাস ১টি, আমিনুল এহসান ১টি, আব্দুল মালেক ৩টি, আব্দুল কালাম ৩টি, মোঃ হজরত আলী ১টি, আব্দুল মোমিন ১টি, শেখ সুমন হাসান ১টি, আশরাফুজ্জামান ১টি, পাইক দেলোয়ার হোসেন ৫টি, আসাদুজ্জামান ১টি, কবির হোসেন মোল্লা ১টি, স্বপন কুমার দাশ ১টি, জিয়াউল হক ৩টি, শেখ আলী আকবর ১টি, মোঃ ইউনুস আলী গাজী ১টি, আমিনুর রহমান ২টি, বোরহানুল ইসলাম ১টি, প্রবীর মৈত্র ১টি, মঞ্জুরুল ইসলাম ১টি, টুটন মজুমদার ২টি, শাফায়েত আহমদ ১টি, তানভীর ১টি, মিজান ১টি, শহিদ ১টি, ওমর শরীফ ১টি, সুমন কুমার দে ১টি, আবু আনছার ১টি, নূর আলম ১টি, সাখাওয়াত হোসেন ১টি, অজিত কুমার ১টি, আমিনুল ইসলাম ১টি, অরুন কুমার দাশ ১টি, আবুল হাসান ১টি, রাজীব কুমার রায় ১টি, একলাছ ১টি, হাফিজুর রহমান ১টি, আসিফ ইকবাল ১টি, বিকাশ সরকার ১টি, নিয়াজ মোহাম্মদ খান ১টি, হেকমত আলী ২টি, শরীফ মিয়াজি ১টি, জাবেদ ১টি, মিল্টন রায় চৌধুরী ১টি, মোস্তাফিজুর রহমান ২টি, মোঃ ইব্রাহিম ১টি, মোঃ নাজমুল হক ১টি, মোঃ নুরুজ্জামান ১টি, শরজিৎ কুমার ঘোষ ১টি, গাজী ইকবাল ১টি, মোঃ সাহেব আলী ১টি, মোঃ মোস্তাফিজুর রহমান ১টি, সুদীপ ১টি, হারুন অর রশিদ ১টি, সাব্বির ১টি, রনি কুমার পাল ১টি, শ্রী হারান চন্দ্র ২টি, মকলেছ ১টি, তারেক ১টি, কাশেম ১টি, সুধীর রঞ্জন বড়ুয়া ১টি, আবুল কালাম আজাদ ১টি, শিশির কুমার বিশ্বাস ১টি, ইসমাইল হোসেন ১টি, আব্দুর রাজ্জাক ২টি, রোকনুজ্জামান ১টি, মেহেদী হাসান ১টি, শাহজাহান ১টি, প্রীয়তোষ চন্দ্র দত্ত ১টি, মোঃ মোক্তার হোসেন ১টি, আব্দুল কাদের ১টি, মোঃ এনামুল হক ১টি, নাজমুল ইসলাম ১টি, মাইন উদ্দিন ১টি, এজাজ শরীফ ১টি, সমীর চন্দ্র সূত্রধর ১টি, এজাজ ১টি, আলমগীর কবীর ১টি, সুজন কুমার তালুকদার ১টি, জাহাঙ্গীর ১টি, জাহিদুল ইসলাম ১টি, শামীম হোসেন ১টি, ফরহাদ মাতুব্বর ১টি, কামরুল হাসান ১টি, আশরাফুল আলম ১টি, টিটু সর্দার ১টি, আনিসুর রহমান ১টি, রামকানাই সরকার ১টি, জাহিদুল আলম ১টি, মাসুম ১টি, ইউনুস ১টি, আনোয়ার ১টি, মোজাম্মেল ১টি, আলমগীর ১টি, শফিকুল ইসলাম ১টি, মুহাম্মদ আরিফুল আলম অপু ১টি, আজাদ ১টি, আসাদ ১টি, সাইফুল ইসলাম ১টি, মোঃ মনোয়ার হোসেন ১টি, তারিকুল ইসলাম ১টি, মোঃ কামরুজ্জামান ১টি, রমজান আলী ১টি, শ্রী প্রতাপ চন্দ্র দাস শান্ত ১টি, মোঃ কামরুল হাসান ১টি, রাশেদুর রহমান ১টি, অনুপ বিশ্বাস ১টি, তাপস কুমার পাল ১টি, মোঃ আক্তার হোসেন ১টি, বছির উদ্দীন ২টি, আবদুস সালাম ১টি, মোঃ মেহেদী হাসান ৩টি, গৌতম তেওয়ারী ১টি, মোঃ মিজানুর রহমান ১টি, আব্দুর রাজ্জাক ১টি, জামাল উদ্দিন ৬টি, মোঃ নাসিরুল হক খাঁন ১টি, গোলাম মোস্তাফা ১টি, মনির ১টি, মোঃ গোলাম রসুল ১টি, মোঃ জহিরুল ১টি, রাশেদুল ইসলাম ১টি, শিশির কুমার চক্রবর্তী ১টি, মোতাহার আলী, পিপিএম ১টি, মশিউর রহমান ১টি, সাজ্জাদ হোসেন ১টি, শুভাশিস গাঙ্গুলী ১টি, মোঃ ছানোয়ার হোসেন ১টি, মোঃ আসাদুজ্জামান ১টি, মোঃ আব্দুল্লাহ আল মামুন ১টি, তপন কুমার সিংহ ১টি, সুধাংশু কুমার মন্ডল ১টি, নিখিল চন্দ্র অধিকারী ১টি, মোঃ এনামুল হক ১টি, কামাল হোসেন ১টি, বাবুল আক্তার ১টি, শ্যামাপদ পাল ১টি, বিধান চন্দ্র রায় ১টি, এইচএম শহিদুল ইসলাম ১টি, মোঃ আমির হোসেন ১টি, মিজানুর রহমান ২টি, সৈয়দ আলী ১টি, মোঃ নিরব হোসেন ২টি, মোঃ আশরাফুল আলম ২টি, মোঃ নাসির হোসেন ২টি, মোঃ ইমরান হোসেন ১টি, মোঃ গাফফার হোসেন ১টি, মোঃ হাসানুর রহমান ৩টি, মোঃ শিহাবুর রহমান ৩টি, ফারুক আহমেদ ১টি, পরিমল চন্দ্র দাস ১টি, আক্রাম হোসেন ১টি, মোঃ সাইফুল ইসলাম ১টি, গাজী মোয়াজ্জেম হোসেন ১টি, মোঃ শাহ আলম ১টি, সৈয়দ আশরাফুল ইসলাম - সেলিম ২টি, মোঃ মোজাম্মেল হক ১টি, মোঃ আসগর আলী ১টি, মোঃ বিসারত আলী ১টি, আবু আব্দুল্লাহ জাহিদ ১টি, মোঃ আওলাদ হোসেন ১টি, দেবাশীষ নন্দী ১টি, মোঃ মোস্তাফিজুর রহমান ৩টি, মোঃ আব্দুল কাদের ১টি, মোঃ সোহেল রানা ১টি, মোঃ আল ইমরান ১টি, রানা তোষ ১টি, মাহবুব মের্শেদ ১টি, হিমেল রায় ১টি, রেজাউল হোসাইন ১টি, জমির উদ্দিন ১টি, মোর্শেদ আলম ১টি, মোঃ সোহেল রানা ১টি, ফারুক রানা ১টি, মোঃ সোহেল রানা ১টি, মোহাম্মদ মতিউর রহমান ১টি, মাহফুজুর রহমান কনক ১টি, কামরুজ্জামান ১টি, সোলায়মান আক্কাজ ১টি, হাবিব ১টি, ইসমাইল ১টি, রইচউদ্দিন ১টি, মঞ্জু ১টি, রিয়াজ ১টি, ইমরান ১টি, ফরিদ আহমেদ ১টি, ইয়াউর রহমান ১টি, এইচ এম ইমন ১টি, গোলাম সরোয়ার ২টি, তোফায়েল আহম্মেদ ২টি, তরিকুল ২টি, রনজিত ১টি, মোঃ জাকির হোসেন খন্দকার ১টি, অংশু কুমার দেব ১টি, খালিদ ১টি, মোঃ মছিউর রহমান ১টি, মোঃ কামাল হোসেন ১টি, মোঃ জহিরুল ইসলাম ১টি, শেখ মফিজুল ইসলাম ১টি, শামসু রহমান ১টি, মোঃ সফিউদ্দিন ১টি, মনির হোসেন ১টি, মোঃ রফিকুল ইসলাম ১টি, খালিদ শেখ ১টি, আল আমিন ১টি, জাকির ১টি, ফয়েজ ১টি, সাদী মোহাম্মদ ১টি, জুবায়ের ১টি, মোঃ আব্দুল্লাহ আল মামুন ১টি, মোঃ আব্দুল কাদের ১টি, মোঃ সিদ্দিকুর রহমান ১টি, মোঃ মাসুদুর রহমান ১টি, শোয়েব উদ্দিন আহম্মেদ ৩টি, মিজানুর রহমান চৌধুরী ১টি, মিরাজ মোসাদ্দেক ১টি, মিরাজ হোসেন ২টি, মনির হোসেন ২টি, আনসারুল ২টি, আমিনুর রহমান ২টি, মোঃ আব্দুল খায়ের মোল্যা ১টি, মোঃ শরিফুল ইসলাম ১টি, আজগর আলী ২টি, জামান ১টি, সোহেব ১টি, মোঃ আমির আব্বাস ১টি, ফাজেল ১টি, তাসমিম ১টি, শাহাজাহান ১টি, তৌহিদ ১টি, মাসুম ১টি, টিএসআই, মোঃ রফিকুল ইসলাম ৪টি, এএসআই (নিঃ), মোঃ আনিচুর রহমান ১টি, মোঃ সোহেল রানা ১টি, মোঃ জাহাঙ্গীর হোসেন ১টি, হাফিজুল - হাফিজ ১টি, মোহাম্মদ শাহরিয়ার আলম ১টি, রবিউল হোসেন ১টি, নিজাম উদ্দিন ১টি, মফিজ ১টি, সেলিম হোসেন ১টি, কামাল ১টি, ওয়াদুদ তালুকদার ১টি, সমীরণ চন্দ্র দেব ১টি, মোঃ আমির হোসেন ১টি, আব্দুর রাজ্জাক ১টি, কাজী ইমরান ১টি, এফএম তারেক ৩টি, মদন মোহন অধিকারী ১টি, ইমরান মোল্লা ১টি, বিশ্বজিৎ ১টি, আব্দুল হান্নান ১টি, কিশোর বড়ুয়া ১টি, মহসিন তালুকদার ১টি, মাজেদ ১টি, ইমামুল ১টি, হাসান ১টি, উক্যাসিং মারমা ১টি, আরিফ ১টি, আনিচুর রহমান ১টি, মাবজুর রহমান ১টি, জালাল হোসেন ১টি, কাজী রেজাউল করিম ১টি, আব্দুস সালাম ১টি, জাফর ১টি, আমিনুল ইসলাম ১টি, নাজির উদ্দিন ১টি, সঞ্চয় কুমার বিশ্বাস ১টি, সুমন মিয়া ১টি, জুবায়ের আলম ১টি, ওলিয়র রহমান ১টি, হেলাল ১টি, আমির আফজাল বিপ্লব ১টি, শাহিদুল ইসলাম ১টি, কেএম এনায়েত হোসেন ১টি, মাহবুবুর রহমান মহসিন ১টি, সাইফুল ইসলাম ১টি, রাসেল মিয়া ১টি, আল মামুন ১টি, রেজাউল করিম ১টি, ইলিয়াস খান ১টি, জাহিদুল ইসলাম ১টি, শফিকুল ইসলাম ২টি, রুবেল মজুমদার ১টি, রণেশ বড়ুয়া ৩টি, আব্দুল মজিদ ১টি, রুহুল কাদির ১টি, মোঃ আনাছ ১টি, মোঃ সহিদ ১টি, শাহাদাত ১টি, মোঃ সহিদ ১টি, মোঃ আনোয়ার ১টি, মোঃ নুরুল ১টি, মোঃ জিয়া ১টি, শামীম রেজা ১টি, দেবাশীষ মন্ডল ১টি, ফারুক হোসেন ১টি, বিকাশ চন্দ্র সরকার ১টি, মুরাদ আলী ১টি, সোহরাব ১টি, মোঃ হাসানুর রহমান ১টি, রাজন গাজী ১টি, মোঃ সেলিম মুন্সি ১টি, মোঃ বিপ্লব হোসেন ১টি, সেলিম আহমেদ ১টি, শিবু দত্ত ১টি, আব্দুল মজিদ-২ ১টি, জিন্নাত হাসান মানিক ১টি, জাকির হোসেন ১টি, জিল্লুর রহমান ১টি, মোঃ আনোয়ারুল ইসলাম ১টি, এরফান হোসেন মৃদুল ১টি, শহিদুল ইসলাম ১টি, রফিকুল ইসলাম ১টি, রাসেল মিয়া ১টি, মোহাম্মদ মিলন বিশ্বাস ১টি, মোঃ মেহেদী হাসান মোল্লা ১টি, মোঃ বাবুল মিয়া ১টি, মোঃ জহিরুল ইসলাম ১টি, মোঃ শরীফ হাসান ১টি, আবু তালেব ১টি, সাগর ১টি, মাজেদ ১টি, রাজু ১টি, এজাজুল হক ১টি, নিতিশ চন্দ্র সরকার ১টি, জুলফিকার আলী ১টি, অহিদুর রহমান ১টি, আছাদুজ্জামান ১টি, মোঃ হুমায়ুন কবির ১টি, মোঃ আসাফুদ্দৌলা ১টি, মোঃ মাসুদ পারভেজ ১টি, মোঃ মহিউদ্দিন ১টি, ইব্রাহিম শেখ ১টি, মোঃ শাহজাহান ১টি, মোঃ আবু হানিফ মন্ডল ১টি, মোঃ রুস্তম আলী ১টি, মোঃ দেলোয়ার হোসেন ১টি, মোঃ মনির হোসেন ১টি, মোঃ আল মামুন ১টি, মোঃ মাসুদুর রহমান ১টি, ইস্রাফিল হোসেন ১টি, নাসির ১টি, জসিম ১টি, মিজানুর রহমান এএসআই (সঃ) ১টি, সিদ্দিকুর রহমান ১টি, মোঃ মতিউর ১টি, ফেরদৌস দেওয়ান ১টি, দেলোয়ার হোসেন ১টি, মোঃ সোহরাব ১টি, আবু বক্কর সিদ্দিক এটিএসআই ১টি, আনন্দ বড়ুয়া নায়েক ১টি, সজীব সরকার ১টি, মোঃ হাবিবুর রহমান ১টি, মোঃ মাহবুব আলম কনস্টেবল ১টি, মোঃ আব্দুর রশীদ ১টি, সাজ্জাদ হোসেন নীরব ১টি, রমজান মোল্লা ১টি, মোঃ সোলাইমান ১টি, আবু সায়েদ ১টি, সুজন চন্দ্র রায় ১টি, সেলিম মিয়া ২টি, আজহার ২টি, উজ্জল সিংহ ২টি, ফিরোজ ২টি, রনি চন্দ্র রায় ১টি, সুজিত সিংহ ১টি, অপূর্ব সিংহ ১টি, প্রসেনজিৎ ১টি, সুমন ১টি, জাহাঙ্গীর আলম ২টি, বেলায়েত হোসেন ২টি, জিল্লুর রহমান ১টি, বাবুল হোসেন ১টি, ফারুক হোসেন ২টি, নুরুল হক ১টি, আরজান ফকির ১টি, জিয়াউর রহমান ১টি, রথিম চন্দ্র শারমা ১টি, মাহমুদ শারমা ১টি, শেখ আলম ১টি, হাবিবুর রহমান ১টি, রাসেল মাহমুদ ১টি, ওমর ফারুক ১টি, আব্দুর রহমান ১টি, আবিদুর রহমান ১টি, আসাদুজ্জামান ১টি, বদরুল আলম ১টি, দেবাশীষ অধিকারী ৩টি, জাহাঙ্গীর ১টি, গৌতম সাহা ১টি, আনোয়ার ১টি, আব্দুল্লাহ ১টি, ইসমাইল ১টি, মাহফুজুল হক ১টি, আবু জাফর ১টি, শহীদুল ইসলাম ১টি, রেজাউল ইসলাম ১টি, ইব্রাহিম ১টি, শাহজাহান ১টি, এনামুল ১টি, আবুল হাশেম ১টি, হাদিস উদ্দিন ১টি, আব্দুল মজিদ ১টি, দলিল উদ্দিন ১টি, নূর ইসলাম ১টি, শাহ নেওয়াজ ১টি, মঞ্জুরুল ১টি, মেহেদী ১টি, আজমল হোসেন ১টি, জাহাঙ্গীর ১টি, অহিদুজ্জামান ১টি, রেজাউল হোসেন ১টি, শহীদুজ্জামান ১টি, মুরাদ ৩টি, মোর্শেদ ১টি, হাফিজ ১টি, সাঈদ ১টি, অভিজিৎ ১টি, হাসনাত ১টি, আবু বাক্কার ২টি, মজিবর রহমান ১টি, নজির আহম্মেদ ১টি, সাধন কুমার ১টি, নারদ কুমার ১টি, মোঃ জিল্লুর রহমান ১টি, গিয়াস উদ্দিন ১টি, সাইফুর রহমান ১টি, নাজমুল ইসলাম ১টি, জসীম উদ্দিন ১টি, আব্দুর ওহাব ১টি, মোঃ জাফর ইকবাল ১টি, মোঃ কামাল ১টি, পলাশ বড়ুয়া ১টি, আনোয়ার হোসেন ১টি, আবুল কালাম ১টি, উঘ্য মারমা ১টি, আরিফ চৌধুরী ১টি, ইয়াসিন মিয়া ১টি, রাসেল মিয়া ১টি, শামীম ভূইয়া ১টি, আশ্রাফ হোসেন ১টি, আবু হাসান ১টি, আয়ুব আলী ১টি, রাজু আহম্মেদ ১টি, রমজান ১টি, মোঃ তাহের ১টি, আবুল হোসেন ১টি, রফিকুল ইসলাম ১টি, দবিরুল ১টি, বাদল ১টি, মোহাম্মদ ১টি, মোহাম্মদ সরোয়ার ১টি, মোহাম্মদ ইউসুফ ১টি, মোহাম্মদ ফারুক ১টি, আশরাফ ১টি, মোঃ নজরুল ১টি, মোঃ রফিকুল ১টি, আমান ১টি, মোঃ রফিকুল ১টি, মোঃ জাকির ১টি, মোঃ নুরুল ১টি, মোঃ কাইয়ুম ১টি, শফিকুল ১টি, শামীম আহমেদ ১টি, হাবিবুর রহমান ১টি, জাহাঙ্গীর ১টি, আঃ জব্বার ২টি, গোবিন্দ ২টি, নারায়ণ ২টি, আশিষ ২টি, সুব্রত ২টি, মিলন ২টি, রাজীব ২টি, সাইফুল ২টি, মোঃ শাহজাহান ১টি, মোঃ কামাল ১টি, মোঃ ইলিয়াস ১টি, লুৎফর রহমান ১টি, মোঃ জিনাত আলী ১টি, মোঃ জিল্লুর রহমান ১টি, গোলাম মোস্তফা ১টি, আরিকুজ্জামান ১টি, মোঃ রমজান ১টি, হাবিবুর রহমান ১টি, শেখ নাইম ৩টি, রাহুল ঘোষ ৩টি, অলোক কুমার ঘোষ ৩টি, মিজান শেখ ১টি, মাহামুদুর রহমান ১টি, রাজিবুল ইসলাম ১টি, টোকন হোসেন ১টি, মোঃ বুলবুল আহমেদ, ড্রাই কনস্টেবল ১টি, সমির কুমার ১টি, মোঃ আনোয়ার হোসেন ১টি, কাউসার হাবিব ১টি, গোলজার ১টি, ছোহরাব আলী ১টি, সাইদুল ১টি, সেলিম ১টি, রাশেদুল ১টি, সানোয়ার ১টি, জহিরুল ইসলাম ১টি, খাদেমুল ইসলাম ১টি, মোঃ মেহেদী হাসান ১টি, শোয়াইবুর রহমান ১টি মোঃ বায়েজিদ বোস্তামী ১টি, সুজন মিয়া ১টি, মোঃ মোতাহার ১টি, মোঃ ফাইজুল ইসলাম ১টি, সুকান্ত কুমার ভৌমিক ১টি, হুমায়ুন কবির ১টি, মোঃ বিল্লাল হোসেন ১টি, মোহাম্মদ তৌহিদ ১টি, রাজীব চন্দ্র দাশ ১টি, আবদুল গফুর ১টি, মোঃ রাসেল ১টি, রুবেল বড়ুয়া (মুন্সি) ১টি, সেলিম ১টি, রিপন ১টি, যুগল ১টি, মামুন ১টি, রিয়াজ ১টি, হাফিজ ১টি, জাকির হোসেন ১টি, নাইম ১টি, রাকিব ১টি, আনিছ ১টি, সাইদুল ১টি, ইনজামামুল ১টি, মোঃ রাসেল ১টি, খলিলুর রহমান ১টি, মোহসীন মিয়া ১টি, মোস্তাকিম ১টি, শাহাদত হোসেন ১টি, ফকরুল ইসলাম ১টি, আরিফ দেওয়ান ১টি, দীপক সাহা ১টি, শাহীন ১টি, ফরিদ উদ্দিন ১টি, মুরাদুজ্জামান ১টি, শাহীন ১টি, কবির হোসেন ১টি, মান্নান ১টি, রুবেল ১টি, সোহাগ ১টি, আরিফ দেওয়ান ১টি, সোহাগ ১টি, মোঃ ইউনুছ ১টি, মোঃ আবুল হাশেম ১টি, মোঃ মাহবুবুর রহমান ১টি, মোঃ গোলাম মোস্তফা ১টি, মোঃ বশির ১টি, মোঃ মঞ্জুরুল হক ১টি, মোঃ হাবিবুর রহমান ১টি, মোঃ আইয়ুব আলী ১টি, মোঃ কুতুব উদ্দিন ১টি, মোঃ হুমায়ুন কবির ওরফে হাকিমুল ১টি, খাইরুল ইসলাম ৪টি, আবু জাফর ২টি, জাহিদ ২টি, সজীবুল ১টি, আব্দুল আলীম ২টি, মোঃ জিন্নাত আলী ১টি, তাত্তেশ ১টি, সোহাগ ১টি, মজিবুল ১টি, সালাউদ্দীন ২টি, হাফিজুল ২টি, মসফিকুজ্জামান ১টি, জহুরুল ইসলাম ১টি, মোঃ শফিকুল ইসলাম ১টি, রোকনুজ্জামান ১টি, সালাউদ্দীন ১টি, মাঃ আজম ১টি, মোঃ সবুজ ১টি, আব্দুল্লাহ আল কাফি ১টি, মোঃ মোস্তাফিজুর ১টি, গোবিন্দ ১টি, (পদবি উল্লেখ নেই) মাশুক ১টি, আবুল কালাম বাবু ১টি, সাহীদুর রহমান ১টি, মোঃ সিরাজুল ইসলাম ইমন ১টি, শেখ ইমদাদ হোসেন ১টি, মাসুদ রানা ১টি, রাসেল মোল্লা ১টি, আলী হোসেন ১টি।