Image description

চলতি বছরের প্রথম তিন মাসে অন্তর্বর্তী সরকার এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে বিপুল পরিমাণ ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার বাংলাদেশ। সংগঠনটির সাম্প্রতিক বিবৃতি অনুযায়ী, এ সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে জড়িয়ে ৪৪টি ভুল তথ্যের প্রচার শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৯৩ শতাংশ তথ্য ছিল সরকারের জন্য নেতিবাচক।

একই সময়ে ড. ইউনূসকে ঘিরে ৫১টি ভুয়া তথ্য প্রচার করা হয়েছে, যার ৯০ শতাংশই ছিল তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা।

রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী, চলতি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে গত মার্চ পর্যন্ত মোট ১৭৯টি ভুল তথ্য প্রচার রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, একই সময়ে ড. ইউনূসকে নিয়ে ছড়ানো ভুয়া তথ্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৬১টিতে।

সংগঠনটি বলছে, এ ধরণের ভুয়া তথ্যের বিস্তার সামাজিক বিভ্রান্তি তৈরি করছে এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব আরও বাড়িয়ে তুলছে।