Image description
 

খালেদা জিয়া সাত বছর জেল খেটেও দেশ ছেড়ে পালিয়ে যাননি, অথচ শেখ হাসিনা এক আন্দোলনেই দেশ ছেড়ে পালিয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। 
 
তিনি বলেন, "ভবিষ্যতে শেখ হাসিনার দেশে ফেরা তো দূরের কথা, দেশের মাটিতে কবর হবে কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে।" বুধবার ডেমরায় স্বেচ্ছাসেবক দলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শনিবার (২৬ এপ্রিল) ডেমরা স্টাফ কোয়ার্টার-রামপুরা রোড থেকে শুরু সমাবেশে এসব কথা বলেন তিনি। 

এস এম জিলানী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের মানুষের জন্য অবিচল ছিলেন। কোনো চাপ বা নির্যাতন তাকে নতি স্বীকার করাতে পারেনি। শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, "একটি আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নেতার দেশপ্রেম নিয়ে প্রশ্ন থেকেই যায়।"

 

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে জিলানী বলেন, বাংলাদেশের জনগণ এখন আওয়ামী দুঃশাসন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত। তিনি খালেদা জিয়ার দৃঢ়তার অনুপ্রেরণায় সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

 


এর আগে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, তাণ্ডব ও চাঁদাবাজির প্রতিবাদে ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ এপ্রিল) ডেমরা স্টাফ কোয়ার্টার-রামপুরা রোড থেকে শুরু হয়ে সারুলিয়া বাজার, রানীমহল ব্রিজ, বড়ভাঙ্গা ও হাজীনগর এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি স্টাফ কোয়ার্টারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার।


সমাবেশে আরও উপস্থিত ছিলেন—স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাসির আহাম্মেদ মোল্লা,সহ-সভাপতি নেছার উদ্দিন শফী,মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক হাসান আলী,দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ,সাবেক সহ-সাধারণ সম্পাদক লিন্টু মুন্সী,মহানগর নেতা ওয়াহেদ আহমেদ চৌধুরী সজীব,ডেমরা থানা সদস্য সচিব ইয়াহিয়া বিন আশরাফসহ কেন্দ্রীয়, মহানগর দক্ষিণ এবং ডেমরা থানার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।