Image description
 
কাশ্মীরের পহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যমের জন্য একটা অ্যাডভাইজরি জারি করেছে।
 
 
সব গণমাধ্যমকে প্রতিরক্ষা অভিযান এবং নিরাপত্তা বাহিনীর রেজিমেন্টাল গতিবিধির সরাসরি সম্প্রচার এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় ।
 
ওই বিবৃতিতে দেশের জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সব গণমাধ্যম, সংবাদ সংস্থা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতিরক্ষা ও নিরাপত্তা কার্যক্রমের প্রতিবেদন প্রকাশের সময় পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার এবং বিদ্যমান নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে।
 
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে সংবাদমাধ্যমগুলো যেন কোনো রিয়েল-টাইম কভারেজ (সরাসরি সম্প্রচার) না করে বা সেই জাতীয় কোনো ভিজ্যুয়াল না দেখায়। কারণ ওই অভিযান চলাকালীন লাইভ সম্প্রচার করলে যাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে তারা এই বিষয়ে আগাম জেনে যেতে পারে। তাছাড়া, নিরাপত্তা কর্মীদের অভিযানের ওপরও এর প্রভাব পড়তে পারে।
 
ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে সূত্রের ভিত্তিতে প্রতিরক্ষা অভিযান সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করা যাবে না।