
ভিসিকে অপসারণের আন্দোলনে যোগদান করায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে।
বুধবার দিবাগত রাতে ফুলবাড়ী গেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী শিক্ষার্থীরা। ঘটনার দিন রাতে ভিসিকে অপসারণের খবর পাওয়ার পর আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে তারা খেতে গেলে তাদের ওপর হামলা করা হয়।
হামলার স্বীকার এমএসই ২২ ব্যাচের এক শিক্ষার্থী দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, যখন তারা কয়েকজন ফুলবাড়ী গেট এলাকার একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন, তখন কালো পাঞ্জাবি পড়া ৪০-৪৫ বছর বয়স্ক এক ব্যক্তি এসে তাদেরকে জিজ্ঞেস করে তারা কুয়েটের ছাত্র কিনা? তারা হ্যাঁ সূচক জবাব দেওয়ার পর
তার সাথে থাকা আরো তিন ব্যক্তি লাঠি দিয়ে শিক্ষার্থীদের মারতে শুরু করেন।
সিএসই ২০ ব্যাচের আরো তিনজন শিক্ষার্থী। হামলায় আহত হয়েছেন।
হামলার স্বীকার আরেক শিক্ষার্থী জানান, আনন্দ মিছিল শেষে কিছু খাওয়ার জন্য ক্যাম্পাস থেকে বের হওয়ার পর মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাদের জিজ্ঞেস করে, তারা কুয়েটের ছাত্র কিনা এবং এত রাতে কোথায় যাচ্ছে? তারা খাবার খাওয়ার জন্য বের হয়েছে শুনে তারা চলে যায়।
পরবর্তীতে খাবার খেয়ে ক্যাম্পাস অভিমুখে ফেরার সময় সিএসই ২০ ব্যাচের তিন শিক্ষার্থী এমএসই ২২ ব্যাচের শিক্ষার্থীদের ওপর হামলা হতে দেখে। এমএসই ২২ ব্যাচের শিক্ষার্থীরা পালিয়ে গেলে হামলাকারীরা তাদের পথ অবরোধ করে বলে জানায় শিক্ষার্থীরা।এসময় তারা কাঠের লাঠি দিয়ে আঘাত করেন।
এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. আব্দুল্লাহ ইলিয়াস আখতার। হামলাকারীদেরকে শনাক্ত করতে না পারায় পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।