
শিবু কুটিরপাড় বাজার মসজিদের সংস্কার কাজের সময় মাটি খুঁড়তে গিয়ে এক অদ্ভুত এবং অবাক করার মতো ঘটনা ঘটে। মসজিদের পেছনে মাটি খুঁড়তে গিয়ে ৩০ বছর আগে দাফন করা স্থানীয় মসজিদের মুয়াজ্জিন হোসেন মুন্সীর অক্ষত মরদেহ বেরিয়ে আসে।
মসজিদটির ওয়াশ ব্লক নির্মাণের জন্য সরকারি অর্থায়নে মাটি খনন করা হচ্ছিল। বৃষ্টির পানিতে মাটি ভেঙে পড়ে এবং স্থানীয়রা সেখানে সাদা কাপড়ে মোড়ানো কিছু দেখতে পান। তারা খবর পেয়ে মসজিদের মুসল্লি এবং গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছান এবং মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করেন। কাপড়টি প্রায় অক্ষত অবস্থায় ছিল।
পরবর্তীতে, স্থানীয়রা কবর শনাক্ত করে জানান, মৃত ব্যক্তির নাম হোসেন মুন্সী। তিনি ছিলেন মসজিদের মুয়াজ্জিন এবং একজন ফরহেজগার ব্যক্তি। প্রায় ৩০ বছর আগে মসজিদের পেছনে তাকে দাফন করা হয়েছিল। মরদেহটি দেখতে পাওয়া যায়, কাপড়টি সাদা এবং অক্ষত ছিল, তবে মাথার চুল এবং হাড় কিছুটা শুকিয়ে গেছে।
স্থানীয় আলেমদের পরামর্শে, মরদেহটি উদ্ধার করে শিবুকুটির পাড়ের সামাজিক কবরস্থানে পুনরায় কবর দেওয়া হয়। এ ঘটনায় এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা হোসেন মুন্সীর মাগফেরাতের জন্য আল্লাহর কাছে দোয়া ও মোনাজাত করেন।
এ ঘটনা এলাকার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এবং স্থানীয়রা বিষয়টি নিয়ে নানা আলোচনা করছে।