Image description

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এক বিচারপতির নিকট আত্মীয়ের জন্য ৩টি ভিআইপি রুম বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের (ডিসি) কাছে অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনাজপুরের ডিসির কাছে এ আবেদন করেন জেলা জজ আদালতের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত বিচারক ইসরাফিল আলম।

আবেদনে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এক বিচারপতির নিকট আত্মীয় হাইকোর্ট বিভাগের সোনালী ব্যাংক শাখার ডিজিএম সপরিবারে দিনাজপুর আগমন উপলক্ষ্যে আগামী ২ মে তারিখে ৩টি ভিআইপি দুই বেড বিশিষ্ট কক্ষ বরাদ্দ হওয়া একান্ত প্রয়োজন।’

 

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলা প্রশাসককে অনুরোধও জানানো হয় ওই আবেদনে।