Image description

হাইকোর্ট বিভাগ থেকে আওয়ামী লীগের দোসর বিচারপতিদের নিজে থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন।

সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে অনুষ্ঠিত ‘ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে আইনজীবী সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখা এ সমাবেশের আয়োজন করে।

জয়নুল আবেদীন বলেন, ‘হাইকোর্টের যারা খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন, তাঁকে দীর্ঘদিন আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন; আপনারা এখনো কিভাবে বসে আছেন? আমরা তো চিন্তা করেছিলাম ফ্যাসিস্টের দোসররা যেভাবে পালিয়েছে, সেই সঙ্গে আপনারাও চলে যাবেন।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা এখনো যাননি। আপনাদের জন্য আজ আবার রাস্তায় দাঁড়াতে হয়েছে।’

বক্তব্যের এক পর্যায়ে সংশ্লিষ্ট বিচারপতিদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘এখনো সময় আছে, আইনজীবীরা জাগলে কী হয়? ফ্যাসিস্টের পতন হয়, দেশের মানুষ জেগে ওঠে।

 
তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিজেরা নিজে থেকে কেটে পড়ুন। অন্যথায় আইনজীবীরা যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আপনারা আপনাদের অস্তিত্ব নিয়ে যেতে পারবেন না।’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘বিচার বিভাগকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সম্মান করে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনে করে, যদি বিচার বিভাগ সুষ্ঠুভাবে চলে তাহলে দেশের গণতন্ত্র সুষ্ঠুভাবে চলবে।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে রায় দেওয়া আলোচিত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবি করে জয়নুল আবেদীন বলেন, ‘খায়রুল হকের বিচার এখনো কেন করছেন না? তার সঙ্গে আপনাদের এমন কী ব্যবস্থা হয়েছে আমরা বুঝতে পারি না। তাহলে আপনারাও খায়রুল হকের পথে হাঁটতে চান? তাহলে জনগণ আপনাদেরও বিচার করবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি এম বদরুদ্দোজা বাদল। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী তৌহিদুল ইসলাম। সমাবেশে আরো বক্তব্য দেন ফোরামের কেন্দ্রীয় মহাসচিব কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী প্রমুখ।