Image description

কালের কণ্ঠকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘আমি একটা গাড়ি নিয়েছি। এ গাড়ি নিয়ে এর আগেও কথা বলেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন মিডিয়া নিউজ করেছে গাড়িটা কার? এই গাড়িটা এক জামায়াতপন্থী ব্যবসায়ীর গাড়ি। এটা উনি আমাকে দেন।

 
উনি আমার হাতিয়ার মানুষ। আমার হাতিয়ার মানুষ চান আমি যেন হাতিয়াতে রাজনীতি করি। এখন আমার বাড়িতে বাইকে যাওয়া তো রিস্কি। এখন তো আর আগের মতো যাতায়াত করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘সে ক্ষেত্রে এসব বিষয় নিয়ে বারবার বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমার এলাকার ৩০০ প্রবাসী আছেন, যারা নিয়মিত আমাকে একটা গ্রুপ করে টাকা দিয়ে যাচ্ছেন। তারা চান আমি যেন হাতিয়া থেকে নির্বাচন করে এমপি নির্বাচিত হই।’