Image description

বৃষ্টির বিড়ম্বনায় পড়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ সোমবার (২১ এপ্রিল) তিনি প্রিজনভ্যানে বৃষ্টিতে ভিজে আদালতে এসেছেন। গাজীপুরের কাশিমপুর কারাগারে যেখানে থাকেন সেখানেও বৃষ্টির পানি পড়ছে। কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবী তরিকুল ইসলামের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পলক।

তরিকুল ইসলাম বলেন, ‘পলককে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে। আজ সোমবার সকালে প্রিজন করে তাকে আদালতে হাজির করা হয়। তবে বৃষ্টি নামায় প্রিজন ভ্যানের ভেন্টিলেটর দিয়ে পানি আসায় তিনি ভিজে যান।’

তিনি আরো বলেন, ‘পলককে কাশিমপুর কারাগারে হাইসিকিউরিটি সেলে রাখা হয়।

সেখানে বৃষ্টি এলে পানি ঢুকে পরিবেশ নষ্ট হয়ে যায়। বৃষ্টিতে রুম ভিজে যায়। এ বিষয়ে তিনি আমাদের বলেছেন।’

এদিন সকাল ৯টার দিকে পলককে আদালতে হাজির করা হয়।

সকাল ১০টার দিকে তাকে এজলাসে তোলা হয়। সাংবাদিকরা কিছু জিজ্ঞাসা করলে তিনি মুখে কিছু বলেননি। শুধু মাথা নাড়িয়েছেন। তবে হাস্যোজ্জল ছিলেন সব সময়।
এরপর তাকে বিভিন্ন সময় হত্যা, হত্যাচেষ্টা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।