Image description
 

চলতি মাসের প্রথম ১৯ দিনে বৈধ পথে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৭২ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২১ হাজার কোটি টাকা। প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে এক হাজার একশ তিন কোটি টাকা।

রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয় এই সময়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে রেমিট্যান্স এসেছে ৬৪ কোটি ডলার। ৯ কোটি ডলার এসেছে বিশেষায়িত একটি ব্যাংকে। এছাড়াও বেসরকারি ব্যাংকগুলোতে ৯৮ কোটি ৫৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোতে এসেছে ৩৩ লাখ ডলার রেমিট্যান্স।

সংশ্লিষ্টরা বলছেন অর্থপাচারে কঠোর অবস্থান নিয়েছে বর্তমান সরকার। এতে অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমেছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে।