Image description

Ahmede Hussain ( আহমেদ হোসাইন)

 
বাংলাদেশে বর্তমানে ৩০০ জন সাংসদ নির্বাচিত হন সরাসরি ভোটে।
জিনিষটা বেশ হাসির লাগতে পারে— এই ৩০০ নাম্বারটা আসছে পাকিস্তানের সংবিধান থেকে।
পাকিস্তানের সংসদে পূর্ব পাকিস্তানের মোট এমপির সংখ্যা ছিলো ৩০০। আমাদের নতুন সংবিধান বানানোর সময় এই ৩০০ই রেখে দেয়া হয়।
ভালো কথা। কিন্তু অবিভক্ত পাকিস্তানে যে শেষ সেন্সাস (১৯৬১) হয় তাতে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিলো ৪ কোটির একটু বেশি। ভোটার হবে ২ কৌটি।
ধরলাম এটা বেড়ে ৭১ সালে ৩ কোটি হইছে। প্রতি ১ লাখ ভোটারকে জন্য একজন এমপি সার্ভ করতেন।
আপনার আসনে যদি ১ লাখ ভোটার থাকে, নির্বাচনে জিততে কিন্তু আপনার ৩০ থেকে ৪০ হাজার লোকের ভোট লাগে। আপনি আপনার প্রত্যেক ভোটারকে চিনবেন। তাদের সাথে নিয়মিত কথা বলতে পারবেন।
এক লাখ ভোটারের জন্য একজন এমপি থাকলে কার অসুবিধা? যে দল বা গোষ্ঠী কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনে পোস্টার, কর্মী পালা, গুন্ডামি এগুলো করতে পারে তাদের সুবিধা।
বাংলাদেশের জনসংখ্যা/ ভোটার অনুযায়ী এমপির সংখ্যা হওয়া উচিত ৬০০ থেকে ৭০০। এতে এমপি পদপ্রার্থীরা প্রত্যেক ভোটারকে চিনবে, তাদের বাসায় যাবে।দেয়ালে কোন পোস্টার ছাপানো লাগবে না। মিটিং মিছিল করে রাস্তা বন্ধ করা থেমে যাবে।
একজন এমপির এক লাখ লোককে সার্ভ করা কোন সমস্যা না। এবং প্রতি শুক্রবার এমপি তার এলাকায় অফিস করে মানুষের সমস্যার সমাধান করতে হবে।
৬০০ এমপি আপনার কাছে অনেক বড় মনে হচ্ছে— হয়তো হাসছেন আমার কথায়।
ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দান আয়ারল্যান্ডের মোট ভোটার ৪ কোটি ৮২ লাখ (২০২৪ সাল)। দেশটির সংসদ সদস্য সংখ্যা ৬৫০।
বাংলাদেশের মোট ভোটার ১২ কোটির মতো (২০২৪ সাল)।
এখন বলেন তো বাংলাদেশের সংসদে কতজন এমপি থাকা উচিত?