Image description

ঈদুল ফিতরের প্রাক্কালে প্রথম আলো পত্রিকার একটি ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখার পাশাপাশি কুকুরের ছবি প্রকাশের ঘটনায় দেশের আলেম-ওলামা ও সাধারণ মুসলিম জনতা ক্ষোভে ফুঁসে উঠেছেন।

এটি প্রথম আলোর প্রথম এমন ঘটনা নয়। ২০০৭ সালেও ইসলাম ধর্মকে অবমাননা করে কার্টুন প্রকাশের অভিযোগে পত্রিকাটির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। সে সময় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা উবায়দুল হকের উপস্থিতিতে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছিলেন সম্পাদক মতিউর রহমান।

 
তিনি শপথ নিয়েছিলেন যে ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, এমন কিছু প্রকাশ করবেন না।

কিন্তু এবার ঈদ উপলক্ষে প্রকাশিত কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

অনেকের মতে, কুকুরের ছবিসহ ঈদ শুভেচ্ছা জানানোর মাধ্যমে পত্রিকাটি ইচ্ছাকৃতভাবে মুসলিম ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে।

কিছু ব্যবহারকারী বলছেন, এটা যেন কুকুরদের জন্য ঈদ শুভেচ্ছা বার্তা। আবার কেউ কেউ এটিকে পশ্চিমা এজেন্ডার অংশ হিসেবে দেখছেন।

এ ঘটনায় পত্রিকাটির বিরুদ্ধে পূর্বের মতোই কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন ধর্মীয় নেতা ও সাধারণ মানুষ।