Image description

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘বস’ সম্বোধন করে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৪ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে আগের একটি পোস্ট শেয়ার করে তিনি এ ধন্যবাদ জানান।

৫ আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৬ আগস্ট একটি পোস্ট করেন আসিফ মাহমুদ। সেখানে তিনি লেখেন, "In Dr. Yunus, we trust." (ড. ইউনূসের প্রতি আমাদের বিশ্বাস)।

সেই পোস্টটি আজ শেয়ার করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ধন্যবাদ বস।