
যেকোনো অত্যাচারই অত্যাচার। যেকোনো নির্যাতনই নির্যাতন। সেটি মুসলিমের উপরে হলেও নির্যাতন। সনাতন ধর্মাবলম্বীদের উপর হলেও নির্যাতন। সেটি যাদের ধর্ম নেই তাদের উপর নির্যাতন করলেও নির্যাতন। একজন নাগরিক নির্যাতিত হচ্ছে। বলেছেন মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নুর তুষার।
বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারতীয় মিডিয়ার বাড়াবাড়ি সম্পর্কে আলোচনার এক পর্যায়ে এসব কথা বলেন তিনি।
আব্দুন নুর তুষার বলেছেন, ‘নির্যাতনের কথা যদি বলি, সংখ্যালঘুদের নির্যাতনের কথা যদি বলি, আমাদের এইখানে বৃহৎ যে কয়টি দেশ আছে সেখানে কিন্তু আছে। পাকিস্তান, ভারত, বাংলাদেশ তিন দেশেই এ নিয়ে অভিযোগ আছে। কিন্তু মুশকিল হলো ভারত কি নিজেদের সংখ্যালঘুদের অভিভাবক মনে করে? তারা কি মনে করে যে এই অঞ্চলে যত সনাতন ধর্মাবলম্বী আছেন তারা সবাই মনের মধ্যে ভারতকে লালন করেন? এই ধারণাটাই একটা অদ্ভুত ধারণা। এবং ভারত যে তাদেরকে মুরুব্বি ভাবে, তাহলে কি বাংলাদেশ কালকে নিজেকে ভারতের মুসলমানদের মুরুব্বি মনে করবে? এই চিন্তাটাই পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে একটি বাঁধা।’
তিনি বলেন,‘যেকোনো দেশ যখন একে অন্যের সাথে কথাবার্তা বলবে, তখন তারা কথা বলবে আন্তর্জাতিক রীতিনীতি এবং আইনেদ উপর ভিত্তি করে। যেকোনো অত্যাচারই অত্যাচার। যেকোনো নির্যাতনই নির্যাতন। সেটি মুসলিমের উপরে হলেও নির্যাতন। সনাতন ধর্মাবলম্বীদের উপর হলেও নির্যাতন। সেটি যাদের ধর্ম নেই তাদের উপর নির্যাতন করলেও নির্যাতন। একজন নাগরিক নির্যাতিত হচ্ছে। সুতরাং বাংলাদেশেদ কেউ নির্যাতিত হলে সেটা নিয়ে বাংলাদেশ চিন্তা করবে। সরকার সেটার বিহিত করার চেষ্টা করবে। এবং যদি সেখানে কোনো অন্যায় হয়ে থাকে তাহলে সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। কিন্তু শুধুমাত্র একটি বিশেষ সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে ভারতের যে মাথা ব্যাথা- এই বড় ভাই সুলভ আচরণের কারণে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে।’