Image description

খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) রাত ১০টার দিকে নগরীর বাবু খান রোডের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

এম নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম লুনিক বলেন, ‘রাত ১০টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে বাড়ির সামনে এসে চিৎকার করতে থাকে। এ সময় গুলির শব্দ শোনা গেছে। তারা গেট ভেঙে ভেতরে ঢুকে আমার গাড়ির টায়ার কুপিয়ে নষ্ট করেছে।’

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘ধারালো অস্ত্র দিয়ে গাড়ির চাকা কোপানো হয়েছে। তবে গুলির কোনো আলামত পাওয়া যায়নি। ভুক্তভোগীরা অভিযোগ করলে মামলা হবে।’