
আইন, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘অনারারি ফেলোশিপ’ অর্জন করায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন নেতৃবৃন্দ এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন।
জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম এক অভিনন্দন বার্তায় বলেন, এ অর্জন তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের বিচার বিভাগের জন্য এক অনন্য সম্মান ও গৌরবের বিষয়। তারা বলেন, বিচার প্রশাসনের আধুনিকায়ন, তথ্যপ্রযুক্তির সংযোজন এবং দ্রুত ও কার্যকর বিচারপ্রাপ্তির ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশে কার্যকর ন্যায় বিচার প্রতিষ্ঠা ও বিভাগের সার্বিক উন্নতির জন্য প্রধান বিচারপতির অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
তারা বলেন, তার এ অর্জন বাংলাদেশের বিচার বিভাগের প্রতি বৈশ্বিক পর্যায়ে যে সম্মান ও মর্যাদা প্রদর্শিত হচ্ছে তার প্রতিফলন ও পরিচায়ক। নিঃসন্দেহে এ সম্মান বাংলাদেশের বিচার বিভাগের উৎকৃষ্টতা, বুদ্ধিবৃত্তিক দৃঢ়তা এবং ন্যায়বিচারের প্রতি আন্তর্জাতিক অঙ্গনের স্বীকৃতির একটি নিদর্শন।