Image description
 

কলাপাড়ায় আন্ধারমানিক সেতুর ফুটপাতের অনেকগুলো স্লাব ভেঙ্গে জরাজীর্ণ হয়ে গেছে। পথচারীদের ঝুঁকি নিয়ে মূল সড়কে চলাচল করতে হয়। ফলে দ্রুত গতির যানবাহন চলাচলে দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। পথচারীরা বিশেষ করে রাতের বেলা চলছে নিরাপত্তাহীনভাবে। তারা দ্রুত বিধ্বস্ত স্লাব মেরামতের দাবি করেছেন। সরেজমিনে দেখা গেছে, সেতুটির ফুটপাতের বেশ কিছু স্লাব বিধ্বস্ত হয়ে গেছে। দুই পাশেই একই অবস্থা। ইতিপূর্বে কয়েকটি স্লাব বিধ্বস্ত হলে তা মেরামত করা হয়। কিন্তু ফের নতুন করে অসংখ্য স্লাব বিধ্বস্ত হয়ে আছে। ফলে পথচারীরা ফুটপাত বাদ দিয়ে সাধারণ মানুষ চলাচল করছে। এছাড়া ওই সেতুতে সন্ধ্যার পরে বহু ভ্রমণকারীর আনাগোনা থাকে।

 

প্রতিদিন এই সেতু হয়ে কুয়াকাটাগামী শত শত দুরপাল্লার দ্রুতগামী যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী ট্রাক-ট্রলি চলাচল করছে। মানুষ চলাচল করতে ঝুঁকির সম্মুখীন হয়। পথচারী সাইফুল ইসলাম জানান, "আমি প্রতিদিন সকাল-সন্ধ্যা এই সেতু পেরিয়ে যাওয়া আসা করছি। ফুটপাতের স্লাব ভাঙ্গা থাকায় চলাচলে খুব সমস্যায় পড়তে হয়।" স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম বলেন, "জনস্বার্থে দ্রুত এই স্লাবগুলো মেরামত করা প্রয়োজন। স্থানীয়রা একই দাবি করেছেন।"এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বহুবার মোবাইল করা হয়েছে। ক্ষুদেবার্তা দেওয়া হয়েছে। কিন্তু কোন উত্তর মেলেনি। তবে কলাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, তিনি বিষয়টি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।