
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা দেখা দিয়েছে।
শনিবার (২৯ মার্চ) লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সীমান্তবর্তী মালদা নদীর বাংলাদেশ অংশের ১০০ গজ ভিতরে এসে বাংলাদেশী ব্যাক্তির বসানো মাছ টেপরাইসহ মাছ তুলে নিয়ে যাওয়ার সময় দুই দেশের জেলেদের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়,পরে তারা দু’দেশে ভিতরে গিয়ে গ্রামের লোকজনকে জড়ো করেন ঘটনাস্থলে।
উভয় পক্ষের সংঘর্ষে এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তি গোড়ল ইউনিয়নের দুলালী গ্রামের মদন চন্দ্র রায় (৩২)।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর উভয় পক্ষের লোকজন জড়ো হতে থাকে।
স্থানীয় প্রশাসন ও সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি ও বিএসএফ) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তের জিরো পয়েন্টে দু দেশের মাছ শিকারি ব্যক্তিদের মধ্যে সৃষ্ট সমস্যায় দু’প্রান্তে জড়ো হওয়া বাংলাদেশী ও ভারতীদের বিজিবি ও বিএসএফ আলোচনা করে পরিস্থিতি শান্ত করা নিয়ন্ত্রণ করা হয়েছে এখনো পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পুনরায় উত্তেজনা সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক অবস্থান নেয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে আলোচনা হয়েছে।