
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে আবারো মাইন বিস্ফোরণে আবদুস সালাম নামে এক স্থানীয় বিএনপি নেতার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার দুপুর ১টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৪ নম্বর পিলারের ওয়ান-এস পিলারের কাছে চেরারমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দেয়। তিনি ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
এদিকে খবর পেয়ে উপজেলা বিএনপির নেতারা তাকে দেখতে সদর হাসপাতালে ছুটে যান। পরে চিকিৎসকের পরামর্শক্রমে তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। আহত আবদুস সালাম চেরারমাঠ গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে।
স্থানীয়দের ধারণা, আহত ব্যক্তি সীমান্তে চোরাচালানের জন্য নো-ম্যান্স ল্যান্ড এলাকায় গেলে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী কর্তৃক মাটিতে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রসঙ্গত, মিয়ানমার থেকে চোরাই গরু, মাদক এবং এপার থেকে বিভিন্ন মালামাল বাংলাদেশে পাচার হচ্ছে দীর্ঘদিন ধরে। অর্থলোভে স্থানীয় চোরাকারবারিরা এই কর্মকাণ্ড চালাচ্ছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও এতে জড়িয়ে পড়েছে। সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে বিধিনিষেধের পরও চোরাকারবারিরা নো-ম্যান্স ল্যান্ড এলাকায় যায়। এতে অনেকে মাইন বিস্ফোরণে পঙ্গু হয়ে গেছে।