
চলমান রমজান ও ঈদ বাজারকে কেন্দ্র করে ভোক্তা অধিকারের বাজার তদারকি ও অভিযান পরিচালনা সচল রয়েছে।
এরই ধারাবাহিকতায় এবার রাজধানীর এক শাড়ির দোকানে দেখা মিললো ৭৫ হাজার টাকা মূল্যের শাড়ির। শাড়ির কোয়ালিটি সম্পর্কে জানা যায় এটি একটি জর্জেটের শাড়ি।
দোকানে কর্মরত মহিলা শাড়িটি কোথা থেকে আনা হয়েছে বা কোন দেশ থেকে আনা হয়েছে সে সম্পর্কে কিছুই জানেন না বলে দায় এড়িয়ে গেছেন। এমতাবস্থায় দোকানের ম্যানেজারের উপর সব দায় দিয়েছেন কর্তব্যরত বিক্রয় প্রতিনিধি।
এছাড়াও উনার ভাষ্যমতে দোকানে সর্বোচ্চ ৮৫ হাজার টাকা মূল্যের শাড়ি রয়েছে এবং সবগুলো শাড়ির দাম নির্ধারিত মূল্যের কমে বিক্রি হয় না।