
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে মাছ ধরা নিয়ে দুই দেশের নাগরিকদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্তবর্তী জলাশয়ে মাছ ধরতে গিয়ে দুই দেশের জেলেদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জড়ো হতে থাকেন দুই পক্ষের লোকজন। পরে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন বিজিবি ও বিএসএফ সদস্যরা।
বিজিবির এক কর্মকর্তা জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে পুনরায় উত্তেজনা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষীদের নিয়ে আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে।
প্রশাসন বলছে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য দুই দেশের নাগরিকদের বোঝাপড়া ও সমঝোতা বাড়ানো হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।