Image description

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় করলে জানাতে বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শনিবার (২৯ মার্চ) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন।

পোস্টে তিনি লিখেছেন, ঈদ যাত্রায় কোন কোন রুটে/বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে জানান।

এর আগে, গত ২৫ মার্চ আসিফ মাহমুদ বলেন, ঈদ এলে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। ছিনতাইয়ের ঘটনাগুলো নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশ ও সিটি করপোরেশনের সমন্বয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ক্যামেরার সংখ্যা আরও বাড়ানো হবে।