Image description

নরসিংদীর শিবপুরে স্ত্রী রেশমাকে ছুরিকাঘাতের পর বারান্দায় রেখে ঘরে তালা দিয়ে পালিয়ে গেছেন স্বামী জিহাদ শেখ। শুক্রবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেশমা পলাশ উপজেলার সুলতান পুর গ্রামের রিপনের মেয়ে। নিহতের স্বামী জিহাদ শেখ ধানুয়া উত্তরপাড়া গ্রামের মৃত হারুন শেখের ছেলে।

স্থানীয়রা জানান, গত ৪ বছর আগে প্রেম করে দুই পরিবারের অজান্তে গোপনে বিয়ে করেন তারা। তাদের সংসারে একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের কিছু দিন পর থেকে রেশমার সঙ্গে জিহাদ প্রায়ই ঝগড়া করতেন। শুক্রবার দিন রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছে। ঝগড়ার একসময় ছুরিকাঘাত করে জিহাদ পালিয়ে যায়। গুরুতর আহত পরে জিহাদের মা প্রতিবেশীর সহযোগিতায় ছেলের বউকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা নরসিংদী জেলা সদর হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি ঘটনায় ঢাকায় রেফার করেন চিকিৎসক। পরে তারা ঢাকায় না নিয়ে বাড়িতে নিয়ে এসে লাশ রেখে পালিয়ে যায়। পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

 

শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের পাঠিয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।