
বরগুনায় মেয়েকে ধর্ষণের বিচার চেয়ে মামলা দায়েরের পর বাবার মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের পরিবারকে ঈদ উপহার দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে নিহতের স্ত্রীর হাতে এ উপহার তুলে দেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
জেলা প্রশাসন সূত্র জানায়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এ উপহারের মধ্যে নগদ ২৫ হাজার টাকা, নিহতের স্ত্রীকে একটি শাড়ি, তার তিন মেয়ের জন্য ঈদের জামা এবং খাদ্য সামগ্রী হিসেবে চাল, চিনি, লবণ, তেল ও সেমাই দেওয়া হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে নিহতের পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদের নানাভাবে সহযোগিতা করা হয়েছে।