
শক্তিশালী তালা ব্যবহার করুন
বাসাবাড়ির নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে দরজায় সাধারণ তালা ব্যবহারের চেয়ে পাসওয়ার্ডনির্ভর বা ডিজিটাল তালা ব্যবহার করুন। বর্তমান বাজারে অনেক স্মার্ট লক পাওয়া যায়, যা মুঠোফোনের অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এতে তালা ভাঙার ঝুঁকি কমে এবং বাসার নিরাপত্তা জোরদার হয়। শুধু বাইরের দরজাই নয়, বাসার ভেতরের জানালা ও দরজার নিরাপত্তা নিশ্চিত করুন। বিশেষ করে বারান্দা ও বাথরুমের দরজা ভালো করে বন্ধ করুন। দরজায় শক্ত গ্রিল ও লক ব্যবহার করুন। জানালার জন্য নেট ও গ্লাসের সঠিক ব্যবস্থাপনা রাখুন। এতে বাইরের কেউ সহজে প্রবেশ করতে পারবেন না।
সিসিটিভি ক্যামেরা সংযোগ করুন
ঘর ও ঘরের বাইরের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা সংযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেক সিসিটিভি ক্যামেরা মুঠোফোনের সঙ্গে সংযুক্ত করা যায়, যার মাধ্যমে দূর থেকেও বাসার পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব। সিসিটিভি ক্যামেরার লাইভ ফিড নিয়মিত পর্যবেক্ষণ করাও জরুরি। অস্বাভাবিক কিছু লক্ষ করলে সঙ্গে সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে পারবেন। এ সময় সার্বক্ষণিক সিকিউরিটি গার্ডের উপস্থিতি নিশ্চিত করুন।

বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করুন
বাসা থেকে বের হওয়ার আগে বৈদ্যুতিক সংযোগ ভালোভাবে পরীক্ষা করুন। এসি, টেলিভিশন, ইলেকট্রিক কেটল, ওভেন ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ বন্ধ করুন। অপ্রয়োজনীয় সংযোগ বিচ্ছিন্ন করুন, যাতে শর্টসার্কিট বা আগুন লাগার আশঙ্কা না থাকে। ফ্রিজের প্লাগ সঠিকভাবে সংযুক্ত রয়েছে কি না, নিশ্চিত করুন।
বিশ্বস্ত প্রতিবেশীকে জানিয়ে রাখুন
যদি ফ্ল্যাটে থাকেন, তাহলে বিশ্বস্ত প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ রাখুন। যাতে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ করলে দ্রুত তাঁরা ব্যবস্থা নিতে পারেন। আপনার বাড়ির আশপাশে যদি কোনো অপরিচিত ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করেন, তাহলে দ্রুত স্থানীয় থানায় জানাতে বলুন। সাম্প্রতিক সময়ে অনেক অপরাধী ফুড ডেলিভারি বা অনলাইন পার্সেলের ছদ্মবেশে অপরাধ করছেন। তাই যদি কোনো অনাকাঙ্ক্ষিত পার্সেল বা অপ্রত্যাশিত ফুড ডেলিভারির লোক আসে, সে ক্ষেত্রে বাড়ির দারোয়ানদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলুন।
পর্যাপ্ত আলো নিশ্চিত করুন
বাড়ির আশপাশের এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন। চুরি বা অন্য কোনো অপরাধ রোধ করতে উজ্জ্বল আলো অনেক সহায়ক।

ঈদের ছুটিতে অনেক বাড়ি ফাঁকা থাকে, বাড়িতে এ সময় একা না থাকাই ভালো। সম্ভব হলে আত্মীয়স্বজন বা বন্ধুদের সঙ্গে থাকুন। বেশি রাতে বাড়ি ফেরার প্রয়োজন হলে উবার বা বিশ্বস্ত অ্যাপভিত্তিক গাড়ির সেবা নিন। প্রয়োজনে নির্ধারিত কোনো আত্মীয় বা বন্ধুকে জানিয়ে রাখুন, আপনার অবস্থান সম্পর্কে যাতে তাঁরা অবগত থাকতে পারেন।
ফ্ল্যাট বা আবাসিক এলাকায় নতুন ভাড়াটিয়া এলে তাঁদের সম্পর্কে যথাযথ তথ্য সংগ্রহ করুন। সন্দেহজনক কোনো কিছু মনে হলে স্থানীয় প্রশাসনকে জানিয়ে রাখুন। এতে সমাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক প্রথম আলোকে বলেন, ঈদের লম্বা ছুটিতে বাংলাদেশ পুলিশের সব ইউনিট যার যার জায়গা থেকে কাজ করবে। যেকোনো সমস্যায় দ্রুত ৯৯৯ নম্বরে কল করলেই টহল টিমের কাছ থেকে সরাসরি সহযোগিতা পাওয়া যাবে।