
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম।
সোমবার (৩১ মার্চ) নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে পেজে এক পোস্টের মাধ্যমে সাদিক এ নিন্দা জানান।
সাদিক তার ফেসবুক পোস্টে জানান, উপদেষ্টা মাহফুজ আলম এর বাবার উপর স'ন্ত্রা'সী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঈদপূর্ব মুহূর্তে যারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে এবং বিপ্লবীদের পরিবারের উপর আক্রমণ করছে তারা মূলত আমাদের বিপ্লবকে মেনে নিতে পারেনি।
এছাড়াও সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জুলাইয়ের বীর শহীদ-গাজীদের পরিবারসহ জুলাইয়ের অনেক সম্মুখ যোদ্ধাকে নানাভাবে হয়রানি ও হুমকিধামকি দেওয়ার মতো ঘটনা ঘটতে দেখা গেছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এইধরনের ন্যাক্কারজনক হামলা ও হয়রানির ঘটনায় তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জুলাইয়ের শহীদদের কাঙ্খিত বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে গণহ'ত্যাকারী দল এবং স'ন্ত্রা'সীদেরকে আইনের আওতায় এনে দৃশ্যমান বিচার কার্যকর করতে হবে। আইনের শাসন ও ন্যায়বিচারই পারে একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে।