Image description
ঢাকা ছাড়ার ঢল নামবে আজ

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। গতকাল থেকে বেড়েছে যাত্রীদের চাপ। সরকারি এবং কিছু বেসরকারি অফিসে আজ শেষ কর্মদিবস হওয়ায় বাড়িমুখো মানুষের ঢল নামবে! নাড়ির টানে গ্রামে ফিরবেন নগরবাসী।

গতকাল থেকে চাপ কিছুটা বাড়লেও স্বস্তিতেই ঢাকা ছেড়েছেন যাত্রীরা। প্রায় সব ট্রেন যথাসময়ে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থার কারণে রেলের যাত্রীরা স্বাচ্ছন্দ্যেই বাড়ি ফিরছেন। বাঁশের বেষ্টনী থাকায় টিকিটবিহীন যাত্রীরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারেননি। গাবতলী বাস টার্মিনাল ও সায়েদাবাদ টার্মিনালেও ছিল না যাত্রীর অতিরিক্ত চাপ। একই দৃশ্য ছিল মহাখালী বাসস্ট্যান্ডে। অনলাইনে টিকিট কেনার প্রবণতা বেড়ে যাওয়ায় বাস কাউন্টারগুলোতে আগের মতো ভিড় নেই। অনলাইনে টিকিট কাটা যাত্রীরা নির্ধারিত সময়ে এসে সরাসরি বাসে উঠছেন। সায়েদাবাদ বাস টার্মিনালে সকালে যাত্রী কম থাকলেও দুপুরের পর তা বাড়তে শুরু করে।

ঈদযাত্রার তৃতীয় দিনে গতকাল ঢাকা থেকে ৬৯টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন।

তিনি বলেন, স্বাচ্ছন্দ্যেই বাড়ির উদ্দেশে রওনা করেছেন যাত্রীরা। বুধবার সবগুলো ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে, শুধু তিতাস কমিউটার ৪৫ মিনিট দেরিতে ছেড়েছে। যেসব যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারেননি তাদের জন্য স্ট্যান্ডিং টিকিট বিক্রয়ের ব্যবস্থা রেখেছে রেলওয়ে। যাত্রার ২ ঘণ্টা আগে ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রয় করা হচ্ছে। সরেজমিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, স্ট্যান্ডিং টিকিট কিনতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যাত্রীরা। গত ২৪ মার্চ থেকে শুরু হয়েছে ঈদ পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। গতকাল বিক্রি হয়েছে ৫ এপ্রিলের টিকিট। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে-অফ থাকবে না। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক ডে-অফ কার্যকর থাকবে। এ ছাড়া ঈদের দিন কোনো আন্তনগর ট্রেন চলাচল করবে না।

ঈদযাত্রা উপলক্ষে গতকাল কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় ঢাকা-নরসিংদী-ভৈরববাজার-নরসিংদী-ঢাকা রুটে নতুন একজোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করেন তিনি। আসন্ন ঈদযাত্রায় গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি কমাতে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

গতকাল বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সায়েদাবাদ, গাবতলী, ফুলবাড়িয়া ও মহাখালী বাস টার্মিনালে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত এ অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার তালিকা না থাকায় বিভিন্ন পরিবহন কোম্পানিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।