
সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে জনগণের কল্যাণের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সচিবদের নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার অর্থ মন্ত্রণালয়ে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, যতটা সম্ভব বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার অনুকূলে বাজেটের বরাদ্দ রয়েছে। এগুলো ব্যয় করার সময় জনগণের কল্যাণের বিষয়টি লক্ষ্য রেখে, একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বলা হয়েছে সচিবদের। যথাসময়ের মধ্যে প্রকল্প শেষ করার পাশাপাশি সরকারি কাজে ধারাবাহিকতা নিশ্চিতেও দেওয়া হয়েছে তাগাদা।
সব সরকারই প্রায় একই উদ্দেশ্যে বাজেট দেয়। শেষ পর্যন্ত তা বাস্তবায়ন সম্ভব হয় না। কেন বাস্তবায়ন সম্ভব হয়নি এ বিষয়ে সচিবরা কি আপনাকে কিছু জানিয়েছেন– এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, অনেক কারণ আছে। তবে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি। বিদ্যমান আমলাতন্ত্র দিয়ে কি যথাযথ বাজেট বাস্তবায়ন সম্ভব? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, বাজেট বাস্তবায়ন তো হচ্ছে।
উল্লেখ্য, আগামী অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের কাজ শুরু হয়েছে। এটি হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। নতুন বাজেটে অগ্রাধিকার পাবে খাদ্য নিরাপত্তা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থসামাজিক উন্নয়ন। গুরুত্ব পাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বার্থ। নতুন বাজেটে প্রাথমিকভাবে প্রায় ৮ লাখ ৪৮ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। আগামী জুনে নতুন বাজেট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বাজেট চূড়ান্ত করতে বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন অর্থ উপদেষ্টা।