
কক্সবাজারের মহেশখালী দ্বীপে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই ছবিতে কয়েকজনকে অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিতে দেখা যায়। তবে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহড়ায় ছিলেন ২০ থেকে ২৫ জন।
প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঝাপুয়া বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
বাজার এলাকার মিজবাহ স মিল নামক স্থানে চারজন অস্ত্রধারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করছেন।
ঝাপুয়া বাজার এলাকার কয়েকটি দোকানের সিসি ক্যামেরায়ও অস্ত্রের মহড়ার ছবি ধরা পড়েছে। দোকানিসহ স্থানীয়রাও কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, আকস্মিকভাবে সিএনজিচালিত ৩-৪টি ট্যাক্সি নিয়ে অস্ত্রধারীরা বাজারে আসেন।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, ছবিটি বৃহস্পতিবারের। সেটি দ্বীপের ঝাপুয়াবাজার এলাকার বলেও তিনি কালের কণ্ঠকে নিশ্চিত করেন।
তিনি জানান, ‘দ্বীপের অস্ত্রধারীদের ভাইরাল হওয়া ছবিটি নিয়ে যথারীতি কাজ করা হচ্ছে। সন্ত্রাসপ্রবণ এলাকা হচ্ছে কালারমারছড়া ইউনিয়ন।