
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট তীব্র আকার ধারণ করেছে। মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসা কার্যক্রম। সেবা নিতে আসা মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। জনবল না থাকায় এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ অপারেশন থিয়েটার।
আবাসিক রোগী দেখা থেকে শুরু করে বহির্বিভাগের চিকিৎসাসহ সব সেবা একাই দিচ্ছেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়। তিনি চিকিৎসা কার্যক্রম সামলানোয় ব্যস্ত থাকায় প্রশাসনিক কাজে সমস্যা সৃষ্টি হচ্ছে।
বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে প্রতিদিন ২০০ থেকে ৩৫০ জন রোগী সেবা নিতে আসেন। জরুরি বিভাগে দিনে সেবা নেন ৪০-৫০ জন। এত রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন একমাত্র চিকিৎসক। হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার থাকার কথা ১৬ জন, আছেন মাত্র দুজন। তাদের মধ্যে একজন বুনিয়াদি প্রশিক্ষণে, অন্যজন রয়েছেন এক মাসের ছুটিতে। ১০ জন বিশেষজ্ঞ কনসালটেন্ট থাকার কথা, রয়েছেন মাত্র একজন। বর্তমানে তিনিও প্রেষণে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। এ ছাড়া রয়েছেন একজন ডেন্টাল সার্জন। দীর্ঘ এক যুগেরও অধিক সময় অপারেশন থিয়েটার বন্ধ রয়েছে। অপারেশন থিয়েটারটি চালু করতে প্রয়োজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারাও চেষ্টা করছেন। অতিদ্রুত দুজন চিকিৎসক আসবেন জানতে পেরেছি। বর্তমানে আমি একাই সেবা দেওয়ার চেষ্টা করছি। তিনি আরও বলেন, যেটা আমার কাজ না সেটাও করতে হচ্ছে। ওয়ার্ডে রাউন্ড দিতে হচ্ছে। বহির্বিভাগের রোগীও দেখতে হয়। এতে আমার প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। এখানে সবচেয়ে বেশি প্রয়োজন মেডিকেল অফিসার।