
নগরে সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বয়ের সুবিধার্থে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদা চেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (১৯ মার্চ) দুপুরে নগরের টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে জলাবদ্ধতা নিরসনবিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভায় মেয়র এ কথা জানান।
তিনি বলেন, আমরা চট্টগ্রামের সন্তান। সবসময় জলাবদ্ধতা নিয়ে কথা বলছি।
যদি সত্যিকার অর্থে চট্টগ্রাম শহরকে সাজাতে হয় তাহলে নগর সরকারের কোনো বিকল্প নেই। এটা বার বার অনুধাবন করেছি। প্রথম দিন থেকেই আমি নগর সরকারের বিষয়ে সোচ্চার ছিলাম। এটার জন্য আমি মিনিস্ট্রি লেভেলেও গেছি, তখনও আমি শপথ নিইনি। তখন প্রায় ২০ দিনের মতো আমি ঢাকা ছিলাম। কোনো না কোনো মিনিস্ট্রিতে আমি কথাবার্তা বলেছি নগর সরকার নিয়ে। শেষে আমি প্রধান উপদেষ্টার অফিসেও গিয়েছি। কিন্তু ওইদিন উনার সঙ্গে আমার দেখা হয়নি। যারা প্রধান সচিব আছেন, তাদের সঙ্গে কথা হয়েছে। মুখ্য সচিবের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, এটা হবে কিন্তু একটু সময়সাপেক্ষ ব্যাপার। তোফায়েল আহমেদ সাহেবকে (স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান) সংস্কার করার জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে নগর সরকারের সুপারিশের বিষয়টি আছে। হয়তোবা একটা সুযোগ হতে পারে।
যেহেতু এটা হচ্ছে না, আমি প্রতিমন্ত্রীর স্ট্যাটাসটা চেয়েছিলাম, যে আমাকে প্রতিমন্ত্রীর বা মন্ত্রীর স্ট্যাটাসটি দেন, যেটা আগে ছিল। তাহলে আমি সেবাপ্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করতে পারব। যাতে সেবা প্রদানকারী সংস্থাকে অর্ডার দিলে তারা শোনে। কিন্তু এখনো পর্যন্ত স্ট্যাটাস দেওয়া হয়নি। তারপরও আমি কৃতজ্ঞ আমার ডাকে তারা সাড়া দিয়েছে। তারা সাড়া না দিলেও পারত। বন্দর, সিডিএ, পাউবো, ওয়াসা, টিঅ্যান্ডটি, বিদ্যুৎ, গ্যাস সেবাদানকারী সংস্থাগুলো আমার ডাকে সাড়া দিয়েছে। সাত-আটবার সভা করেছি সফলভাবে। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। জলাবদ্ধতাই যদি থেকে যায় শহরটা ক্লিন, গ্রিন, হেলদি কীভাবে করবো।
তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ সিডিএ করলেও শেষটা সিটি করপোরেশনের ঘাড়ে চাপায়। পানি উঠলে মেয়রের দোষ। ম্যানহোলে পড়লে আমার দোষ। আমার মূল চিন্তাভাবনা চট্টগ্রামবাসীর জন্য কিছু করা। দরকার হলে নিজের পকেট থেকে, সিটি করপোরেশনের তহবিল থেকে খরচ করে হলেও কাজ করতে হবে। ২১টি খালকে অবশ্যই প্রকল্পভুক্ত করতে হবে। ৫৭টি খালেরই সংস্কার করতে হবে। না হলে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে না।