সাংবাদিক খালেদ মহিউদ্দিনের একটি টকশোতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের একটি টকশোকে কেন্দ্র করে দরটির নেতা কর্মী এবং খালেক মহিউদ্দিনের মধ্যে একটি টানাপোরেনের সম্পর্ক তৈরি হয়েছে। এবার এই বিষয়ে মুখ খুলেছেন জাহেদ উর রহমান। জাহেদ বলেন, খালিদ মহিউদ্দিনের কিছু প্রশ্নকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় আমরা পক্ষে-বিপক্ষে আলোচনা করছি। গণতান্ত্রিক সমাজের জন্য আমি মনে করছি এটা খুবই ভালো একটা দিক। এভাবেই আমরা সমাজে গণতন্ত্র চর্চা করতে পারি। কিন্তু তারা অনেকে বলছেন খালিদ মহিউদ্দিন বাচ্চা সুলভ প্রশ্ন করছেন, অনেকে বলছেন তারা যেন খালেদ মহিউদ্দিনের টকশোতে আর না যান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ধরনের পদক্ষেপ এই দলটির জন্য কোন ভাবেই ভালো হবে না।
সামান্তা শারমিনের সাথে আমার পরিচয় হয়েছে আন্দোলনের পরবর্তী সময়ে। তাকে দেখে আমার খুবই বিচক্ষণ এবং ব্রিলিয়ান্ট মনে হয়েছে। কিন্তু সেদিন সামান্তা শারমিন ভালো করতে পারেননি এবং তিনি বারবার টপিক ঘুরিয়ে অন্য দিকে যাওয়ার চেষ্টা করেছেন। হয়তো তিনি এই বিষয়টা নিয়ে এর আগে চরম বিতর্কে পড়েছিলেন, এজন্য কথা বলতে চাননি। এটা নিয়ে জাতীয় নাগরিক পার্টিকে ব্যবস্থা নিতে হবে।