
সামরিক ও রাজনীতি বিশ্লেষক কর্নেল (অব.) এম এ হক বলেছেন, যেখানে আল্লাহ ধর্ষণের শাস্তির আইন তৈরি করে দিছে, সেখানে ধর্ষণকারীর উপর এত মায়া দেখানোর কিছু নাই।বেসরকারি গণমাধ্যমের একটি টকশোতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ধর্মের নাম এখন পর্যন্ত অনেকে শুনতে পারে না বাংলাদেশে। ইসলামের নাম শুনতে পারে না৷ ইসলামের বিরোধিতা করাই নিয়মিত তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, ধর্ষণের বিচার ইসলামের নিয়ম অনুযায়ী হওয়া উচিত। যেখানে ৮ বছরের একটি শিশুকে তিলে তিলে মেরে হত্যা করা হয়েছে, সেখানে ধর্ষণকারীকে ধীরে ধীরে বিচার করাকে মানবাধিকার বলে না। আছিয়াকে যেই আল্লাহ সৃষ্টি করেছেন, ধর্ষনকারীকেও সেই আল্লাহ সৃষ্টি করেছেন। সেই আল্লাহই ধর্ষণের জন্য আইন তৈরি করে দিয়েছে, তাহলে ধর্ষণকারীর প্রতি এত মায়া দেখানোর কিছু নাই।