Image description
রক্তের পর এবার কালির খেলা। আসিফের জুলাইয়ের ইতিহাস রচনার মধ্য দিয়ে চব্বিশের ইতিহাস আনুষ্ঠানিকভাবে একাত্তরের ইতিহাসের পথে যাত্রা শুরু করলো। আগেও বলেছি চব্বিশের ইতিহাস একাত্তর থেকেও বেশি মিথ্যাচার আর বিকৃতিতে পূর্ণ থাকবে।
 
কালিতে কালিতে ঢেকে যাবে জুলাইয়ের রক্তের লাল। আসিফের পরে আরো অনেকেই লিখবেন। ভাববেন না এত করে বহুমুখী বয়ানের একটা বিস্তৃত পরিসর সৃষ্টি হচ্ছে। আসলে ইতিহাস বিকৃতির সূচনা হচ্ছে। একসময় একজনের ইতিহাস দিয়ে আমরা আরেকজনকে খারিজ করা শুরু করবো।
 
পরাজিত পক্ষ যখন আবার তাদের হৃত ক্ষমতা ফিরে পাবে তখন তারাও নিয়ে আসবে তাদের ইতিহাস কিংবা আরো আগেই। এরপর তারা বিজয়ী পক্ষের ইতিহাস দিয়েই ঘায়েল করবে বিজয়ী পক্ষকে। কালের গর্ভে কী লেখা আছে তা তো আর আমাদের জানা নেই।
 
কে জানে আজকের বিপ্লবীদেরই কেউ কেউ হয়তো বিপ্লবের দুষমনদের পক্ষেই কলম ধরবে, প্রতিদ্বন্ধী বিপ্লবীকে খতমের তামান্নায়। পরিশেষে, ইতিহাস অপেক্ষা করবে খিচুড়ির জন্যই। আর কিছুর জন্য না॥