Image description
 

দীর্ঘ ১৬ বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমামতি দ্বায়িত্ব ফিরে পেয়েছেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এর মাধ্যমে ২০০৯ সালের পর আবারও দেশের সবচেয়ে বড় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামায়াতে ইমামতি করবেন তিনি।২০০৯ সালের ২ সেপ্টেম্বর রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে শোলাকিয়া ঈদগাহের ইমামতি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে কিশোরগঞ্জবাসীর দাবীর পরিপ্রেক্ষিতে তাকে পুনরায় এই দায়িত্ব প্রদান করা হয়। 

 

 

 

প্রিয় ইমামের পেছনে ঈদের নামাজ আদায় করতে পারার খবর পেয়ে স্থানীয় জনগণ আনন্দিত। এর আগে ২ মার্চ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঈদগাহ কমিটির সভায় মুফতি আবুল খায়েরকে তার পুরানো পদে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তিনি ২০০৪-২০০৯ পর্যন্ত শোলাকিয়া ঈদগাহের মুফতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছিলেন।দীর্ঘ ১৬ বছর পর ইমামতি দায়িত্ব ফিরে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। মুফতি আবুল খায়ের বলেন, "আল্লাহ তাআলা দিনকে রাত, রাতকে দিন করতে পারেন। তার ইচ্ছাতেই আমি আবার এই দায়িত্ব ফিরে পেয়েছি। এর জন্য আমি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।"