
সম্প্রতি, ‘ঈদে ঢাবির ৪০ হাজার শিক্ষার্থীকে গোপনে ঈদ সালামি দেবে ছাত্রদল’ শীর্ষক শিরোনামে এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ছবি ব্যবহার করে অনলাইন সংবাদমাধ্যম বাংলা আউটলুকের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখা যাচ্ছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, ঈদে ঢাবির ৪০ হাজার শিক্ষার্থীকে গোপনে ঈদ সালামি দেবে ছাত্রদল শীর্ষক তথ্যে বা শিরোনামে বাংলা আউটলুক কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং ছাত্রদলের সভাপতি রাকিবও এমন কোনো মন্তব্য করেননি।
বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলা আউটলুকের প্রচলিত ফটোকার্ডের ডিজাইন নকল করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে কথিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে অনলাইন সংবাদমাধ্যম বাংলা আউটলুকের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১৩ মার্চ ২০২৫ উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, বাংলা আউটলুকের ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, ঈদে ঢাবির ৪০ হাজার শিক্ষার্থীকে গোপনে ঈদ সালামি দেবে ছাত্রদল শীর্ষক শিরোনামে বাংলা আউটলুকের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।