
লক্ষ্মীপুরের রায়পুরে মুখে রুমাল বেঁধে এক যুবক মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রী শ্রী মহামায়া মন্দিরে এ ঘটনা ঘটে বলে মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা জানান।
বিশ্বনাথ বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শেষ করে মন্দিরের পুরোহিত চলে যান। পরে রাতে এসে মন্দিরের ভেতর ভাঙা প্রতিমা পড়ে থাকতে দেখেন। “মন্দিরের সিসি টিভি ফুটেজে দেখা গেছে, মুখে রুমাল বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙে চলে যায়।”এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা বলেন, “যারাই এই প্রতিমা ভাঙচুরের সাথে জড়িত তাদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।”
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রতিমা ভাঙার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা কি উদ্দেশ্যে প্রতিমাগুলো ভেঙেছে, তা বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
আজকালের খবর
বিশ্বনাথ বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শেষ করে মন্দিরের পুরোহিত চলে যান। পরে রাতে এসে মন্দিরের ভেতর ভাঙা প্রতিমা পড়ে থাকতে দেখেন। “মন্দিরের সিসি টিভি ফুটেজে দেখা গেছে, মুখে রুমাল বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙে চলে যায়।”এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা বলেন, “যারাই এই প্রতিমা ভাঙচুরের সাথে জড়িত তাদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।”
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রতিমা ভাঙার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা কি উদ্দেশ্যে প্রতিমাগুলো ভেঙেছে, তা বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
আজকালের খবর