
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেনে উগ্রবাদী হামলার পরেই এ ঘটনাসহ দেশটিতে বিভিন্ন সহিংসতার পেছনে নয়াদিল্লির হাত রয়েছে বলে অভিযোগ করে ইসলামাবাদ। সেই দাবি খারিজ করেছে ভারত।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পাকিস্তানের দাবি ভিত্তিহীন। সারা দুনিয়া জানে, আতঙ্কবাদের আঁতুড়ঘর কোথায়। অন্যদের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে তাকাক পাকিস্তান।’
এর আগে সম্প্রতি পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অভিযোগ করে বলেন, প্রতিবেশী দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসবাদে অর্থায়ন করছে ভারত। বেলুচিস্তানের বোলান জেলার কাছে জাফর এক্সপ্রেস নামে ট্রেনে উগ্রবাদী হামলার ঘটনার পর তিনি এই মন্তব্য করেন।
এদিকে একই অভিযোগ আনা হয় আফগানিস্তানের বিরুদ্ধেও। এ বিষয়ে আফগানিস্তান জানিয়েছে, পাকিস্তান ভিত্তিহীন কথা বলছে।
আফগানিস্তানে তালেবান শাসকরা জানিয়েছেন, তাদের সাথে পাকিস্তানের ট্রেনে হামলার কোনো সম্পর্ক নেই। আফগানিস্তান কোনোভাবে এর সাথে জড়িত নয়।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেছেন, ‘পাকিস্তান ভিত্তিহীন অভিযোগ করছে। আমরা এই অভিযোগ খারিজ করছি। আমরা পাকিস্তানকে বলছি, তারা যেন নিজেদের নিরাপত্তা এবং অভ্যন্তরীণ সমস্যা নিয়ে এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করে।’
সূত্র : আনন্দবাজার