
পিরোজপুরের ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলের শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে জুমার নামাজের আগে মাহফিলের আলোচনায় অংশ নেন তিনি।
এ সময় সবার দোয়া চেয়ে তথ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার যে সব সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছে তা যেন সব শেষ করতে পারে। দেশকে যেন একটি গোছানো জায়গায় রেখে আমরা বিদায় নিতে পারি।
তিনি বলেন, আমার পরিবার পিরোজপুরের এই ছারছীনা দরবার শরীফের মুরিদ ছিলেন। ছোটবেলায় একাধিকবার ছারছীনা দরবারে আসার সুযোগ হয়েছে। আজ আমি এখানে এসেছি পীর সাহেবের কাছে আমার ও দেশের জন্য দোয়া চাইতে। এখানে আসার মাধ্যমে ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সূফী নেছার উদ্দিন আহমদ (রহ.) এর উপমহাদেশে দ্বীনি সংস্কার সম্পর্কে উপলব্ধি করতে পেরেছি।
এর আগে, তথ্য ও সম্প্রসারণ উপদেষ্টা মাহফুজ আলম ছারছীনা দরবার শরীফের মরহুম পীরদের কবর জিয়ারত করেন।