Image description

Saleh Uddin Sifat ( সালেহ উদ্দিন সিফাত)

আজ ধানমণ্ডি এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানোর সময় একজন ছাত্রের ফুডকার্ট ভাঙ্গা হয়েছে এবং সে এর প্রতিবাদ করে জোর গলায় কথা বলায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে গ্রেফতার করেছে।
সেই ভিডিওটা আশা করি অনেকের চোখেও পড়েছে। কথা বলার সময় ভিক্টিম নিজের পরিচয়ও দিয়েছে এবং বলেছে সে এবার জাবিতে ভর্তি পরীক্ষা দিয়েছে। গ্রেফতারের কোনো স্পেসিফিক রিজনও আদতে নাই। ফলে এটি স্রেফ
 
স্রেফ ইগোর জায়গা থেকেই মনে হচ্ছে।
 
ভিক্টিম এখনো থানা হেফাজতে আছে। যেহেতু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশের গ্রেফতার হয়েছে, সেহেতু থানা পুলিশও তাকে ছাড়তে অপরাগতা প্রকাশ করছে।
এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটটের পোশাকি ব্রিটিশিজম এখনও যায় নাই। ভিক্টিমকে অচিরেই ছাড়তে হবে। কোনো সরকারি অফিসার স্রেফ ইগোর জায়গা থেকে কাউকে এক রাত হাজতে আটকে রাখতে পারে না।
ভ্রাম্যমান আদালতের নামে ফাটাকেষ্টগিরি চলবে না।