Image description

দুদকের দায়ের করা চার মামলার আসামি সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান আগামী ১৪ মার্চ প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে ব্রিফ করার জন্য প্রেজেন্টেশন তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি এ বিষয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক বরাবর চিঠি দিয়েছেন দুর্নীতিবিরোধী সমন্বয় কমিটির ড. মো. জোবাইর আলম। আর এ ঘটনায় বেবচিকজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।

সংশ্লিষ্টরা বলছেন, আলোচিত চার মামলার আসামি কীভাবে প্রধান উপদেষ্টার বরাবর প্রেজেন্টেশেনের জন্য যেতে পারেন এটিই বড় প্রশ্ন। তারা হাবিবুর রহমানের প্রেজেন্টেশন বাতিলের দাবি জানিয়েছেন।

স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক বরাবর চিঠিতে বলা হয়েছে, আগামী ১৪ মার্চ প্রধান উপদেষ্টা কক্সবাজার সফর করবেন এবং দুপুরে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করবেন। এ সময় প্রধান উপদেষ্টাকে ব্রিফ করার জন্য প্রেজেন্টেশন তৈরি করেছেন বেবিচকের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান।

 

হাবিবুর রহমানের বিরুদ্ধে চারটি দুর্নীতির মামলা করেছে দুদক (যার নং (ক)৮২/২০২৫, (খ)৮৩/২০২৫, (গ)৮৪/২০২৫, (ঘ)৮৫/২০২৫)। এসব মামলার অন্য আসামিরা হলেন— সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, সাবেক যুগ্ম সচিব জনেদ্রনাথ সরকার, বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান, বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেক।

চিঠিতে বলা হয়, তারিক আহমেদ সিদ্দিক এবং মহিবুল হকের সঙ্গে হাবিবুর রহমানের গভীর সম্পর্ক ইতোমধ্যে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ফলাও করে প্রচার হয়েছে। দুর্নীতির মামলার আসামি কীভাবে প্রধান উপদেষ্টার মিটিংয়ে উপস্থিত হয়ে প্রেজেন্টেশন দিতে পারেন? এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয় চিঠিতে।