Image description

পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল ইউনিয়নের বাসিন্দা শাহজাহান হাওলাদার (৯৫)। তার পরিবার এলাকায় হাফেজি পরিবার নামে পরিচিত। কারণ তার পরিবারে ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ মোট ৭৯ জন কোরআনের হাফেজ রয়েছেন। 

স্থানীয়রা জানান, বাঁশবাড়িয়া গ্রামের মৃত হাজি নূর মোহাম্মদ হাওলাদারের দুই ছেলের মধ্যে ছোট শাহজাহান হাওলাদার। তার বাবা হাফেজদের খুব ভালো বাসতেন। শৈশবে মা-বাবাকে হারান তিনি। পড়াশুনার পাশাপাশি শুরু করেন তাবলীগ জমায়েত। বিয়ের পর সন্তানদের হাফেজি পড়ানোর লক্ষ্য স্থির করেন। তার ছয় ছেলে ও চার মেয়ে কোরআনের হাফেজ। তাদের বংশধররাও এখন হাফেজ হয়ে সংখ্যা বাড়িয়েই চলেছেন। দুই বছর আগে তাদের পরিবারে হাফেজ ছিলেন ৬৩ জন। আর এখন ৭৯ জন। বাড়ির ছোটরাও হাঁটছেন একই পথে।

ছেলেদের বিয়ে দেন হাফেজা পাত্রী দেখে। অপর দিকে মেয়েদেরকেও বিয়ে দেন হাফেজ পাত্র দেখে।

জানা গেছে, বড় ছেলে মাওলানা হাফেজ মজিবুর রহমান সৌদি আরবের জেদ্দায় থাকেন। বাকিরা দেশের বিভিন্ন এলাকায় মাদ্রাসায় শিক্ষকতা ও মসজিদের খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যবসা পরিচালনা করছেন। ছয় ছেলের পরিবারে ৩২ জন সন্তান ও চার মেয়ের ২৭ জন সন্তান রয়েছে। এরা সবাই হাফেজ। বাড়ির ছোটরাও এখন একই পথে।

কালাইয়া রাব্বানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কালাইয়া বন্দর বড় জামে মসজিদের ইমাম মাওলানা এ এস এম আব্দুল হাই বলেন, শাহজাহান হাওলাদার পরিবার এখন একটি দৃষ্টান্ত। তিনি নিজে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়েও পরিবারের সকলদের পবিত্র কোরআনে হাফেজ করেছেন এটা বিরল।

কোরআনের হাফেজদের সংগঠন হুফ্ফাজুল কোরআন বাউফল শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো. আনিছুর রহমান বলেন, একই পরিবারের সবাই হাফেজ। আমার কাছে মনে হচ্ছে শুধু দেশে না বিশ্বে দৃষ্টান্ত। আমরা এই পরিবারের আরও সাফল্য কামনা করছি।