
বরগুনায় ‘ত্রাণ নয় টেকসই বেড়িবাঁধ চাই’ স্লোগানকে সামনে রেখে র্যালি, দুর্যোগকালীন মহড়া ও মানববন্ধনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুরে কালেক্টরেট স্কুল মাঠে জাগো নারীর সহযোগিতায় জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়।
এতে জাগো নারীর স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউটস, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, সিপিপির স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
এ সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে জেলা প্রশাসক সফিউল আলম, সিপিপির টিম লিডার জাকির হোসেন মিরাজ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বিকালে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নে খাকদোন নদীর পাড়ে টেকসই বেড়িবাঁধের দাবিতে এবং ফুলঝুড়ি ইউনিয়নের পরিষদসংলগ্ন এলাকায় ৩, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডে সাইক্লোন শেল্টার না থাকায় ওই ওয়ার্ডগুলোতে দ্রুত সাইক্লোন শেল্টারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গৌরিচন্নায় মানববন্ধন কর্মসূচিতে ইউপি সদস্য মো. রাসেল এবং ফুলঝুড়িতে প্যানেল চেয়ারম্যান মো. নাসির মিয়ার সভাপতিত্বে স্থানীয় এলাকাবাসীসহ এসিটি প্রকল্পের সেচ্ছাসেবীসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা অংশ নেন।