
বাংলাদেশের সঙ্গে সামরিক কূটনীতি বাড়াতে চায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। সম্প্রতি দেশটিতে সফরে গেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কাছে এমন আগ্রহ প্রকাশ করেন সিএআর প্রেসিডেন্ট ফাস্টিন-আর্চেঞ্জ তোয়াদেরা। সংঘাতময় এলাকায় শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি দেশটির সেনাবাহিনীর দক্ষতা বাড়াতেও কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
আফ্রিকার এই দেশটিতে বাংলাদেশ সেনাবাহিনী নির্মাণ করেছে একটি কমিউনিটি ক্লিনিক। তাদের তত্ত্বাবধানে ক্লিনিকটির চিকিৎসকদের দেয়া হচ্ছে প্রশিক্ষণও। যেদিন হাসপাতালটির উদ্বোধন করা হয়, সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ও দেশটির প্রেসিডেন্ট। সাধারণ মানুষের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো।
সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফাস্টিন-আর্চেঞ্জ তোয়াদেরার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন সেনাপ্রধান। এসময় বাংলাদেশের সাথে সামরিক কূটনীতি বাড়াতে আগ্রহ প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে পাওয়া সহায়তা অবশ্যই আমাদের সেনাবাহিনীর জন্য কার্যকর ভূমিকা রাখবে। আমরা বাংলাদেশের সাথে সামরিক কূটনীতি বাড়াতে আগ্রহী। সেনাপ্রধান আমাকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন। আমি বিশ্বাস করি দ্বিপাক্ষিক আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ বিষয় নিয়ে আসবে।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও দেশটিতে সহযোগিতার মাত্রা চলমান থাকবে বলে আশ্বস্ত করেন।
দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মামাদু জেফিরিনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান। এসময় তারা পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের কাছ থেকে কৌশল বিনিময়, সেনাসদস্যদের দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জেনারেল মামাদু জেফিরিন বলেন, নানা ধরনের সংঘাতময় পরিস্থিতির সাথে আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে আমাদের দেশটি অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নে কাজ করছে। আমরা সত্যিই আপ্লুত। দারুন সমন্বয় আর আন্তরিকতায় আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ।