
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ড. জিয়াউদ্দীন হায়দার।
সোমবার (১০ মার্চ) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ ড. জিয়াউদ্দীন হায়দারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
এদিকে অনিবার্য কারণে স্থগিত করা বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলের নতুন তারিখ নির্ধারণ করেছে বিএনপি। আগামী ১৯ মার্চ রাজনৈতিক দলের সঙ্গে ইফতার করতে যাচ্ছেন দলটির নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে রোববার (৯ মার্চ) রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।